in

ভয়াবহ ভূমিকম্প: ইতিহাসের নির্বাচিত দশ

ইতিহাসের নির্বাচিত ১০ ভয়াবহ ভূমিকম্প - কুইজার্ডস

ভূমিকম্প – প্রাকৃতিক এ দুর্যোগের সাথে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। এর ভয়াবহতা সম্পর্কে আমরা কমবেশি জানি। একটি ভয়াবহ ভূমিকম্প বদলে দিতে পারে সবকিছু। ১৯০৬ সালের ১৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যে ভূমিকম্প ঘটে, তাতে শহরটির প্রায় ৮০% ধ্বংসস্তূপে পরিণত হয়। উপরের ছবিতে ক্ষয়ক্ষতির একাংশ দেখা যাচ্ছে।

আজ আমরা ফিরে তাকাবো ইতিহাসের নির্বাচিত দশ ভূমিকম্পের দিকে। মূলত আনুমানিক মৃত্যুসংখ্যার উপর ভিত্তি করে তালিকাটি তৈরি করা হয়েছে। ক্ষয়ক্ষতির সামঞ্জস্যের জন্য ৩ নং অবস্থানে জায়গা পেয়েছে দুইটি ভূমিকম্প।

লক্ষ করুনঃ ভূমিকম্পের তালিকাটি স্লাইড আকারে দেয়া। অ্যারো চিহ্নে ক্লিক করে স্লাইডগুলো পরিবর্তন করতে পারবেন। আপনার ডিভাইসে যদি টাচস্ক্রিন থাকে, তাহলে তা ব্যবহার করতে পারেন। স্লাইডারের তথ্যগুলো পোস্ট আকারে পড়তে হলে নিচের অংশে যান।

দশ ভয়াবহ ভূমিকম্প

[masterslider id=”6″]

দশ ভয়াবহ ভূমিকম্প: স্লাইডারের তথ্য

১০

তারিখঃ ৮ অক্টোবর ২০০৫ স্থানঃ কাশ্মীর, পাকিস্তান মাত্রাঃ ৭.৬ আনুমানিক মৃত্যুঃ ৮৬,০০০

তারিখঃ ৫ অক্টোবর ১৯৪৮ স্থানঃ আশগাবাত, তুর্কমেনিস্তান (সাবেক সোভিয়েত ইউনিয়ন) মাত্রাঃ ৭.৩ আনুমানিক মৃত্যুঃ ১১০,০০০

তারিখঃ ১ সেপ্টেম্বর ১৯২৩ স্থানঃ কান্তো, জাপান মাত্রাঃ ৭.৯ আনুমানিক মৃত্যুঃ ১৪৩,০০০

তারিখঃ ২৩ মার্চ ৮৯৩ স্থানঃ আরদাবিল, ইরান মাত্রাঃ অজানা আনুমানিক মৃত্যুঃ ১৫০,০০০

তারিখঃ ১৬ ডিসেম্বর ১৯২০ স্থানঃ হাইজুয়ান, নিংজিয়া, চীন মাত্রাঃ ৮.৬ আনুমানিক মৃত্যুঃ ২০০,০০০

তারিখঃ ২২ ডিসেম্বর ৮৫৬ স্থানঃ দামঘান, ইরান মাত্রাঃ অজানা আনুমানিক মৃত্যুঃ ২০০,০০০

তারিখঃ ১২ জানুয়ারি ২০১০ স্থানঃ হাইতি মাত্রাঃ ৭.০ আনুমানিক মৃত্যুঃ ২২২,৫৭০

৩.২

তারিখঃ ২৬ ডিসেম্বর ২০০৪ স্থানঃ সুমাত্রা, ইন্দোনেশিয়া মাত্রাঃ ৯.১ আনুমানিক মৃত্যুঃ ২২৭,৮৯৮

৩.১

তারিখঃ ৯ আগস্ট ১১৩৮ স্থানঃ আলেপ্পো, সিরিয়া মাত্রাঃ অজানা আনুমানিক মৃত্যুঃ ২৩০,০০০

তারিখঃ ২৭ জুলাই ১৯৭৬ স্থানঃ তাংশান, চীন মাত্রাঃ প্রায় ৭.৫ আনুমানিক মৃত্যুঃ ২৫৫,০০০ – ৬৫৫,০০০

তারিখঃ ২৩ জানুয়ারি ১৫৫৬ স্থানঃ শানজি প্রদেশ, চীন মাত্রাঃ প্রায় ৮ রিখটার স্কেল আনুমানিক মৃত্যুঃ ৮৩০,০০০
Image Credit: Earthquake 4

Description: Haiti Earthquake.
Source: Flickr.
Author: UNDP.
License: Creative Commons CC BY 2.0.

ভূমিকম্প বিষয়ক নির্ভরযোগ্য তথ্য

বিস্তারিত তথ্যের জন্য যেতে পারেন ইউ.এস. জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে

What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধরিত্রী দিবস: পোস্টার ডাউনলোড - কুইজার্ডস

ধরিত্রী দিবস: পোস্টার ডাউনলোড

কুইজার্ডস ডট কো: এক বছর পূর্তি - কুইজার্ডস

কুইজার্ডস ডট কো: এক বছর পূর্তি