যেকোন সংক্রামক রোগের আক্রমণ থেকে বাঁচতে টিকা বা ভ্যাকসিনের গুরুত্ব সম্পর্কে কম-বেশি সবাই জানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, টিকা দেওয়ার কারণে প্রতি বছর বিশ্বে ২০ থেকে ৩০ লক্ষ শিশুর প্রাণরক্ষা করা সম্ভব হচ্ছে।
টিকা শরীরে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে। টিকা একটি জীবাণুকে নিষ্ক্রিয় করার মাধ্যমে মানবশরীরে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করতে সহায়তা করে। তাই রোগ প্রতিরোধে টিকার একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। বাংলাদেশে শিশুদের আজ থেকে ত্রিশ বছর আগেও যে পোলিও রোগের কারণে পঙ্গুত্ব বরণ করতে হতো, তা থেকে আজ দেশ অনেকটাই মুক্ত যার প্রধান কারণ সময়মতো পোলিও টিকা দেয়া।
কিন্তু টিকা আবিষ্কার কোন ছোটখাটো বিষয় নয়। দিনের পর দিন, বছরের পর বছর ধরে একেকটি টিকা আবিষ্কার ও বাজারজাত করা হয়। কুইজার্ডসের ইনফোগ্রাফিকটিতে তুলে ধরা হয়েছে টিকা তৈরির বিভিন্ন ধাপ ও পর্যায়সমূহ।