in ,

উৎসব দেশে দেশে: সংস্কৃতি কুইজ

আমরা কমবেশি সবাই উৎসব পছন্দ করি। আনন্দ পাবার জন্য কিংবা তাৎপর্যপূর্ণ কোন ঘটনা উদযাপনের উদ্দেশ্যে পৃথিবীর নানা দেশে বিভিন্ন উৎসবের উদ্ভব ঘটেছে। কিছু ক্ষেত্রে এদের কোন ভৌগোলিক সীমাবদ্ধতা থাকে না। যেমন, নববর্ষকে ঘিরে প্রায় সব জায়গায় কোন না কোন অনুষ্ঠান পালন করা হয়। অন্যদিকে সব দেশে একই সময়ে নতুন বছর উদযাপন করা হয় না। অবশ্য অংশগ্রহণের দিক থেকে ইংরেজি নববর্ষ এখনো সবার উপরে রয়েছে।

একটি উৎসবের মধ্য দিয়ে প্রতিফলিত হয় সে দেশের সংস্কৃতির বিভিন্ন দিক। স্পেনের লা তোমাতিনার কথা ধরা যাক। এ উৎসবে আনুমানিক দেড় লক্ষের মতো টমেটোকে রীতিমতো ভর্তা বানিয়ে ছোঁড়াছুড়ি করতে থাকে অংশগ্রহণকারীরা। টমেটো যুদ্ধই বলা যায় একে!

বিভিন্ন দেশের বিখ্যাত কিছু উৎসবের উপর আজকের কুইজ।

স্কোরের ছবি কৃতজ্ঞতা

১. হার্বিন বরফ উৎসব: Tracy Hunter/Flickr/CC BY SA 2.0
২. আলবুকার্কি বেলুন উৎসব, নিউ মেক্সিকো: John Fowler/Flickr/CC BY SA 2.0
৩. পহেলা বৈশাখ: Kazi Tahsin Agaz/Flickr/CC BY-SA 3.0

নক্ষত্র উৎসব "Tanabata" পালিত হয় কোন দেশে?
সঠিক!
ভুল!

-

আগুন নিয়ে উৎসবের জন্য পরিচিত এডিনবার্গে যেতে হলে ঠিক কোথায় যাবেন?
সঠিক!
ভুল!

-

বরফের তৈরি ভাস্কর্য নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় উৎসব "Harbin International Ice and Snow Sculpture Festival" অনুষ্ঠিত হয় _____।
সঠিক!
ভুল!

-

ভেনিস কার্নিভাল বিখ্যাত নিচের কোন জিনিসের বহুল ব্যবহারের জন্য?
সঠিক!
ভুল!

-

ব্রাজিলের শহর _____ একটি বিশেষ উৎসবের জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে।
সঠিক!
ভুল!

-

"Battle of the Oranges" উৎসবে মূলত কী হয়?
সঠিক!
ভুল!

-

"Mardi Gras" উৎসবের ইংরেজি নাম -
সঠিক!
ভুল!

-

সংক্রান উৎসব অনুষ্ঠিত হয় কোন দেশে?
সঠিক!
ভুল!

-

ইনকা সভ্যতার সময় থেকে চলে আসা সূর্য উৎসব অনুষ্ঠিত হয় যে দেশে -
সঠিক!
ভুল!

-

হ্যালোইন উৎসবের সাথে _____ সবচেয়ে বেশি পরিচিত।
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

উৎসব দেশে দেশে: সংস্কৃতি কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গুন্টার গ্রাস: সাহিত্যে নোবেল বিজয়ী - কুইজার্ডস

সাহিত্যে নোবেল: পেয়েছেন নাকি পান নি?

জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা - কুইজার্ডস

জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা: কার কাজ কী নিয়ে?