পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতির নানা দিক নিয়ে আমরা শুরু করেছিলাম একটি কুইজ সিরিজ। এ সিরিজের প্রথম পর্বে হয়তো অংশগ্রহণ করেছেন আপনি। এবারও থাকছে পাঁচমিশালি সংস্কৃতি নিয়ে দশটি প্রশ্ন।
নির্বাচিত থিম: অ্যাঙ্কর ওয়াট
উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, সেটি কম্বোডিয়ায় অবস্থিত বিশ্বখ্যাত একটি স্মৃতিস্তম্ভ – অ্যাঙ্কর ওয়াট (Angkor Wat)। এ নামের অর্থ হলো মন্দির নগরী। প্রায় ৫০০ একর জায়গা জুড়ে রয়েছে মন্দির কমপ্লেক্সটি। এর মূল মিনারটির উচ্চতা প্রায় ২১৩ ফুট।
দ্বাদশ শতাব্দীতে খেমার সাম্রাজ্যের রাজা দ্বিতীয় সূর্যবর্মণ অ্যাঙ্কর ওয়াট নির্মাণ করেন রাষ্ট্রীয় মন্দির হিসাবে। যদিও হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গ করে মন্দিরটি নির্মিত হয়েছিলো, এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো যথেষ্ট বিতর্ক রয়েছে। মজার ব্যাপার হলো, দ্বিতীয় সূর্যবর্মণের বিষ্ণুপ্রীতির জন্য তাঁর নাম দেয়া হয়েছিলো পরমবিষ্ণুলোক।
কম্বোডিয়াতে অ্যাঙ্কর ওয়াটকে এতটাই গুরুত্ব দেয়া হয় যে দেশটির জাতীয় পতাকাতে জায়গা করে নিয়েছে স্থাপনাটি। পর্যটকদের কাছেও এটি সবচেয়ে বড় আকর্ষণ। এর সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক তাৎপর্যের কথা বিবেচনা করে ইউনেস্কো একে ১৯৯২ সালে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়।
বিস্তারিত জানতে চান? যেতে পারেন এখানে।
One Comment