ট্রফি (Trophy) শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ trophée থেকে। এর অর্থ ছিলো “যুদ্ধজয়ের পুরস্কার”। অবশ্য প্রাচীন লাতিন ও গ্রিক ভাষায় এ শব্দের ব্যবহার ছিলো। ফুটবল হোক, ক্রিকেট হোক বা অন্য যে কোনো খেলা, প্রতিযোগিতার শেষে শিরোপা উঁচিয়ে ধরার মতো অনুভূতি আর নেই।
আগে বেশিরভাগ ট্রফি তৈরি করা হতো রূপার সংকর থেকে। এজন্য “Silverware” হলো শিরোপার অন্য নাম। সাধারণত এগুলোর নামকরণ করা হয় প্রতিযোগিতার নামে। প্রতিযোগিতার ইতিহাসে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী কোন খেলোয়াড় বা খেলার সাথে যুক্ত কোন ব্যক্তিত্বের নামেও শিরোপা রয়েছে। উদাহরণ হিসাবে পুরানো ফিফা বিশ্বকাপের কথা বলা যায়। ফিফার তৃতীয় প্রেসিডেন্ট জুলে রিমের নামে এর নামকরণ করা হয়েছিলো।
দেখে নেয়া যাক জনপ্রিয় কয়েকটি খেলার বিভিন্ন শিরোপা সম্পর্কে আপনার ধারণা কতটুকু।