কুইজার্ডস ডট কো ওয়েবসাইটটি ব্যবহারের জন্য আমাদের রয়েছে নিজস্ব নীতিমালা। এ ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন, মন্তব্য ও অন্য যেকোন কার্যক্রমের ক্ষেত্রে এ ‘নীতিমালা’ প্রযোজ্য হবে।
কপিরাইট বিষয়ক নীতি
সুস্পষ্টভাবে উল্লেখ করা না থাকলে আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্টের (উদাঃ প্রশ্ন, ছবি, লেখা) কপিরাইট (Copyright) সংরক্ষণ করে কুইজার্ডস ডট কো। তাই এ ওয়েবসাইটে পাওয়া কোন কন্টেন্ট পুনর্ব্যবহার করতে চাইলে আমাদের অনুমতি নেবার অনুরোধ জানানো হচ্ছে।
তৃতীয় পক্ষের কাছ থেকে নেয়া কন্টেন্ট অনেক সময় আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা হতে পারে। যেমনঃ ক্রিয়েটিভ কমন্স (Creative Commons) লাইসেন্সের ছবি। তবে এসব কন্টেন্টের কপিরাইটের উপর কুইজার্ডস ডট কোর কোন নিয়ন্ত্রণ নেই। সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের নিজস্ব নীতি অনুসরণ করে আমরা এ ধরনের কন্টেন্ট ব্যবহার করি ও প্রয়োজন হলে সুনির্দিষ্টভাবে কন্টেন্টের মূল উৎস উল্লেখ করে দিই। তাই এমন কোন কন্টেন্ট পুনর্ব্যবহার করতে চাইলে মূল কপিরাইটধারী ব্যক্তি/প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। আমাদের ওয়েবসাইটের কোন ব্যবহারকারী বা সদস্য তৃতীয় পক্ষের কোন কন্টেন্ট অবৈধভাবে ব্যবহার করে কপিরাইট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে তার সম্পূর্ণ দায় ঐ ব্যবহারকারী বা সদস্যকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
রেজিস্ট্রেশন বিষয়ক নীতি
১. কুইজার্ডস ডট কো ওয়েবসাইটের সদস্য হিসাবে যোগদানের জন্য রেজিস্ট্রেশন আবশ্যক।
২. রেজিস্ট্রেশনের সময় সদস্য পরিচয় (Username) ও পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনি আসল নাম বা নিজের পছন্দের কোন নাম ব্যবহার করতে পারেন। তবে কুইজার্ডস ডট কোতে ইতোমধ্যে রেজিস্টার্ড কোন সদস্যের সদস্য পরিচয় পুনর্নির্বাচন করা যাবে না।
পাসওয়ার্ড নির্বাচনে সতর্কতা অবলম্বন করুন। দুর্বল পাসওয়ার্ডের জন্য আপনার অ্যাকাউন্টের কোন ক্ষতি হলে তার দায় কুইজার্ডস ডট কো বহন করবে না।
৩. ব্যক্তিগত প্রোফাইলে আপনি কোন ধরনের তথ্য রাখতে চান, তা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তবে সিদ্ধান্ত নেবার আগে আমাদের ওয়েবসাইটের গোপনীয়তা নীতি পড়ার অনুরোধ জানানো হলো। ব্যক্তিগত প্রোফাইল সম্পর্কিত যেকোন তথ্যের জন্য উক্ত নীতি অনুসরণ করা হবে।
৪. কুইজার্ডস ডট কোর একজন রেজিস্টার্ড সদস্য হিসাবে সার্ভিস সংক্রান্ত ইমেইল পেতে আপনার অসম্মতি নেই বলে ধরে নেয়া হবে। উল্লেখ্য যে, ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ কোন আপডেট ছাড়া এ ধরনের ইমেইল পাঠানো হবে না।
৫. আমাদের কোন কুইজে অংশগ্রহণ করতে বাধা নেই আপনার। তবে কোন প্রকার স্প্যামিংয়ের উদ্দেশ্য নিয়ে এ ওয়েবসাইট ব্যবহার করা যাবে না। এমন উদ্দেশ্য পাওয়া গেলে সাথে সাথে ঐ সদস্যের রেজিস্ট্রেশন বাতিল করা হবে ও তার জন্য ভবিষ্যতে এ ওয়েবসাইট ব্যবহার করার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে।
ওয়েবসাইট কমিউনিটি বিষয়ক নীতি
১. কুইজার্ডস ডট কোতে প্রকাশিত মন্তব্যের কপিরাইট ও দায় সম্পূর্ণরূপে মন্তব্যদাতার। প্রকাশিত মন্তব্যকে সংশ্লিষ্ট মন্তব্যদাতার ব্যক্তিগত মতামত বলে বিবেচনা করা হবে।
২. বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করে এমন কোন কন্টেন্ট (মন্তব্য, ছবি ও লিংক) ওয়েবসাইটে পোস্ট করা যাবে না।
৩. কোন ধর্ম, জাতি ও গোষ্ঠীর প্রতি আক্রমণাত্মক/অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের মন্তব্যের কারণে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা আইনগত জটিলতা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায় মন্তব্যদাতাকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
৪. ওয়েবসাইটের অন্য সদস্যদের প্রতি আক্রমণাত্মক/অবমাননাকর/লিঙ্গবাদী/বর্ণবাদী কোন মন্তব্য করা থেকে বিরত থাকুন। এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া গেলে সে মন্তব্য কুইজার্ডস ডট কো থেকে সরিয়ে ফেলা হবে। একই ব্যক্তির বিরুদ্ধে একবারের বেশি অভিযোগ পাওয়া গেলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে। রেজিস্ট্রেশনবিহীন মন্তব্যদাতার ক্ষেত্রে ভবিষ্যতে মন্তব্য করার সুযোগ বাতিল করার ব্যবস্থা নেয়া হবে।
৫. ওয়েবসাইটের কোন সদস্যকে কোন প্রকার হুমকি, অপমান, গালাগালি বা ভয়-দেখানো থেকে বিরত থাকুন।
৬. ওয়েবসাইটের কোন সদস্য সম্পর্কিত তথ্য ব্যবহার করতে চাইলে সে সদস্যের অনুমতি সাপেক্ষে করতে হবে।
৭. ওয়েবসাইটের সদস্যদের সম্পর্কে মিথ্যা প্রচারণা করা থেকে বিরত থাকুন।
৮. মত প্রকাশের স্বাধীনতার প্রতি কুইজার্ডস ডট কো শ্রদ্ধাশীল। কিন্তু আপনার সব মতের সাথে ওয়েবসাইটের অন্য সদস্যরা একমত হবেন – এমন ধারণা পোষণ না করা বাঞ্ছনীয়।
৯. ওয়েবসাইটের অন্যান্য সদস্যের মতামতের প্রতি সহনশীল থাকুন। এমন কিছু পোস্ট করবেন না যা কোন রাজনৈতিক মতাদর্শকে সমর্থন বা হেয় করে।
১০. ব্যক্তিগত মূল্যবোধের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। মন্তব্য করার সময় এ বিষয়ে খেয়াল রাখুন।
১১. কুইজার্ডস ডট কো কঠোরভাবে কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে। তাই কপিরাইট লঙ্ঘন করে এমন কোন কন্টেন্ট (মন্তব্য ও লিংক) ওয়েবসাইটে পোস্ট করা যাবে না। এ ক্ষেত্রে আইনগত জটিলতা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায় মন্তব্যদাতাকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
১২. নিজস্ব প্রয়োজনে এ ওয়েবসাইট ব্যবহার করুন। মন্তব্যের মাধ্যমে স্প্যামিং বা ব্যক্তিগত বিজ্ঞাপনের প্রচার গ্রহণযোগ্য নয়। তবে বিজ্ঞাপন যদি কুইজ বিষয়ক হয়ে থাকে তাহলে কুইজার্ডস ডট কোর সাথে যোগাযোগ করুন। সাধারণ জ্ঞান চর্চার জন্য অনুপ্রেরণাদায়ক যেকোন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
প্রয়োজন সাপেক্ষে উপরিউক্ত ‘নীতিমালা’ যেকোন সময় পরিবর্তন ও প্রয়োগ করার অধিকার সংরক্ষণ করে কুইজার্ডস ডট কো।
এ ‘নীতিমালা’ অনুসরণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
নতুন কিছু জানতে কুইজার্ডসকে সাথে রাখুন।