ইন্টারনেট উদ্ভাবিত হবার পর থেকে আমাদের জীবন নানাভাবে বদলে গেছে। তবে যে ক্ষেত্রটিতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়েছে, তা হলো যোগাযোগ। ইন্টারনেটের কল্যাণে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে তথ্যের আদান-প্রদান করা যায়। বাস্তব জীবনে আমরা যেভাবে আমাদের চারপাশের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি, সে ধরনের সম্পর্ক এখন ইন্টারনেটেও গড়ে তোলা সম্ভব। এখান থেকেই মূলত সামাজিক নেটওয়ার্ক ধারণার জন্ম হয়।
বিংশ শতাব্দীর শেষ দশকে এসে অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগের ধারণাটি প্রাথমিক পরিসরে বাস্তবায়িত হয়, যা একবিংশ শতাব্দীর শুরুতে পরিপূর্ণ রূপ লাভ করে। বর্তমানে আমরা সবাই ফেসবুকের নাম জানি ও ব্যবহার করি। “GeoCities” কিংবা “theGlobe” নামের অনলাইন কমিউনিটি সাইটগুলো ইন্টারনেটে মানুষের যোগাযোগকে সহজ করে তোলার যে প্রচেষ্টা করেছিলো, তারই ধারাবাহিকতায় আজ আমরা পেয়েছি টুইটার আর ইউটিউবের মতো বড় মাপের উদ্যোগ।
সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইট নিয়ে এই কুইজ।