in ,

রক্ষীবাহিনী কুইজ

১৯৭২ সালে স্বাধীনতা অর্জনের কিছু পরেই গঠিত হয় জাতীয় রক্ষীবাহিনী, রক্ষীবাহিনী হিসেবে অধিক পরিচিত এক আধা-সামরিক বাহিনী। ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে। খুব অল্প সময়েই প্রচণ্ড অজনপ্রিয় হয়ে পরে বাহিনীটি।

ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ তার দেয়াল উপন্যাসে স্মৃতিচারণ করে লেখেন, ‘বেতারে বঙ্গবন্ধুর মৃত্যুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে একতলার রক্ষীবাহিনীর সুবেদার পালিয়ে গেলেন। তাঁর দুই মেয়ে (একজন গর্ভবতী) ছুটে এল মা’র কাছে। তাদের আশ্রয় দিতে হবে। মা বললেন, তোমাদের আশ্রয় দিতে হবে কেন? তোমরা কী করেছ? তাঁরা কাঁদো কাঁদো গলায় বলল, খালাম্মা, এখন পাবলিক আমাদের মেরে ফেলবে। এই ছোট্ট ঘটনা থেকে রক্ষীবাহিনীর অত্যাচার এবং তাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ও ঘৃণাও টের পাওয়া যায়।’

বিতর্কিত এই বাহিনী নিয়ে এই কুইজ।

  • Question of

    রক্ষীবাহিনী সদস্যদের পোশাকে লোগো হিসেবে কী থাকতো?

    • তর্জনী
    • নৌকা
    • শাপলা
  • Question of

    যে তরুণকে গুম করার অভিযোগে রক্ষীবাহিনীর অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছিল তার নাম কী?

    • শাহজাহান
    • বাবর
    • হুমায়ুন
  • Question of

    বামপন্থী একজন রাজনীতিকের স্ত্রী ও স্থানীয়দের উপর পাশবিক নির্যাতন চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে রক্ষীবাহিনী। বিষয়টি যার জবানবন্দিতে উঠে আসে তার নাম কী?

    • অরুণা সেন
    • শান্তি সেন
    • চঞ্চল সেন
  • Question of

    রক্ষীবাহিনীর প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহে কোন দেশটি সহায়তা করতো?

    • ভারত
    • যুক্তরাষ্ট্র
    • রাশিয়া
  • Question of

    ১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচীতে রক্ষীবাহিনীর ব্যাপক গুলিবর্ষণ করলে কোন দলের কর্মীরা নিহত হন?

    • জাসদ
    • ন্যাপ (ভাসানী)
    • পূর্ব-বাংলার সর্বহারা পার্টি
  • Question of

    কোন সাংবাদিক রক্ষীবাহিনীকে ‘নাৎসি ব্রাউন শার্টস’ বাহিনীর সাথে তুলনা করেন?

    • অ্যান্থনী মাসকারেনহাস
    • লরেন্স লিফশুলজ
    • সিডনী শানবার্গ
  • Question of

    রক্ষীবাহিনীর নৃশংসতাকে তুলে ধরে নীচের কোন বইটি লেখা?

    • ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ
    • মুক্তিযুদ্ধের পূর্বাপর
    • লাল সন্ত্রাস
  • Question of

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট রক্ষীবাহিনীর প্রধান কে ছিলেন?

    • এএনএম নুরুজ্জামান
    • সরোয়ার হোসেন মোল্লা
    • আলোয়ার উল আলম শহীদ
  • Question of

    কোন খ্যাতনামা ঔপন্যাসিকের সরকারের বরাদ্দ দেয়া বাড়ি রক্ষীবাহিনীর এক কর্মকর্তা দখল করেছিলেন?

    • হুমায়ূন আহমেদ
    • সৈয়দ শামসুল হক
    • আহমদ ছফা
  • Question of

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় কোন দলের ১২৬ জনকে রক্ষীবাহিনী হত্যা করেছে এমন অভিযোগ আছে?

    • সাম্যবাদী দল
    • পূর্ব-বাংলার সর্বহারা পার্টি
    • জাসদ

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চুয়াত্তরের দুর্ভিক্ষ কুইজ

ইএমকে হ্যালোইন কুইজ