স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে সবচেয়ে বেশি ইংলিশ প্রিমিয়ার লীগ জেতা দলে পরিণত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এখনো পৃথিবীর অন্যতম সেরা ক্লাবগুলোর একটি হিসেবে বিবেচিত হয় দলটি। ক্লাবটির শোকেসে যেমন ট্রফির অভাব নেই, তেমনি আছে সমৃদ্ধ ইতিহাস। ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে এবারের কুইজ।
-
Question of
মিউনিখ ট্র্যাজেডিতে নিহত খেলোয়াড়রা কোন দেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন?
-
যুগোস্লভিয়া
-
জার্মানি
-
ইউক্রেন
-
-
Question of
ম্যানচেস্টার ইউনাইটেডের এই বিখ্যাত গোলকিপার ‘বাসবি বেবস’ দলের অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন।
-
হ্যারি গ্রেগ
-
লেভ ইয়াসিন
-
রে উড
-
-
Question of
ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে কোন শিরোপা জেতার কৃতিত্ব আছে ম্যানচেস্টার ইউনাইটেডের?
-
ইউরোপীয় কাপ
-
এফএ কাপ
-
কমিউনিটি শিল্ড
-
-
Question of
ম্যানচেস্টার ইউনাইটেড কোন নামে যাত্রা শুরু করেছিল?
-
নিউটন হিথ এলওয়াইআর এফসি
-
ল্যাঙ্কাশায়ার-ইয়র্কশায়ার এসফি
-
গ্রেটার ম্যানচেস্টার এফসি
-
-
Question of
ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড ট্রিনিটি ভাষ্কর্যটি কোন তিনজন কিংবদন্তীকে নিয়ে?
-
ডেনিস ল, জর্জ বেস্ট, ববি চার্লটন
-
ম্যাট বাসবি, অ্যালেক্স ফার্গুসন, স্কট ডানকান
-
জর্জ বেস্ট, এরিক ক্যান্টোনা, ডেভিড বেকহ্যাম
-
-
Question of
রেড ডেভিলে রূপান্তরের আগে ইউনাইটেডের জার্সি কোন দুই রঙের মিশ্রণে ছিল?
-
হলুদ-সবুজ
-
লাল-সাদা
-
লাল-কালো
-
-
Question of
১৯৯৯ সালের ট্রেবল জয়ের জন্য চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে কোন ক্লাবকে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড?
-
বায়ার্ন মিউনিখ
-
রিয়াল মাদ্রিদ
-
বার্সালোনা
-
-
Question of
নীচের কোন খেলোয়াড় ক্লাবটির হয়ে খেললেও পরে ম্যানেজারের দায়িত্ব পালন করেননি?
-
এরিক ক্যান্টোনা
-
ওলে গানার শুলশার
-
রায়ান গিগস
-
-
Question of
নীচের কোন ইউনাইটেড ফুটবলার প্রতিদ্বন্দ্বী ক্লাব লিভারপুলে খেলেছেন এক সময়?
-
মাইকেল ওয়েন
-
জর্জ বেস্ট
-
রবিন ফন পার্সি
-
-
Question of
২০০৮ সালে কোন ইংলিশ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ জেতে ক্লাবটি?
-
চেলসি
-
আর্সেনাল
-
লিভারপুল
-