in

এল ক্লাসিকো কুইজ

ফুটবল নিয়ে ধারণা আছে কিন্তু এল ক্লাসিকো সম্পর্কে কখনো শোনেননি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার হওয়া এই ম্যাচ নিয়ে আগ্রহ থাকে সবার। সমগ্র বিশ্বের ফুটবল ভক্তদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এই এল ক্লাসিকো। এই কুইজের মাধ্যমে যাচাই করে নিন এল ক্লাসিকো সম্পর্কে আপনার ধারণা।

  • Question of

    ১৯০২ সালে স্পেনের একটি ফুটবল প্রতিযোগিতার অংশ হিসেবে প্রথমবার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা যাকে ধরা হয় প্রথম এল ক্লাসিকো হিসেবে। প্রতিযোগিতাটির উপলক্ষ্য কী ছিল?

    • স্পেনের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা
    • রাজা তৃতীয় আলফোনসের রাজ্যাভিষেক
    • স্পেন-আমেরিকা যুদ্ধের সমাপ্তির স্মরণে
  • Question of

    এল ক্লাসিকোর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছেন কোন খেলোয়াড়?

    • সার্জিও রামোস
    • কার্লোস পুয়োল
    • রোনাল্ড কোম্যান
  • Question of

    ২০২৩ সাল পর্যন্ত এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়তে কতটি গোল করেছেন লিওনেল মেসি?

    • ২১
    • ২৮
    • ২৬
  • Question of

    এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল করার কৃতিত্ব কোন খেলোয়াড়ের?

    • লুইস ফিগো
    • লাজলো কুবালা
    • করিম বেনজেমা
  • Question of

    কোন প্রতিযোগিতার ফাইনালে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে ১১-১ গোলে পরাজিত করে যা এখন পর্যন্ত এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড?

    • কোপা এভা দুতার্তে
    • কোপা দেল জেনারেলিসিমো
    • কিংস কাপ
  • Question of

    ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা ৫টি এল ক্লাসিকো জয়ের রেকর্ড গড়ে বার্সেলোনা। সে সময় বার্সেলোনার কোচ কে ছিলেন?

    • পেপ গার্দিওলা
    • টিটো ভিয়ানোভা
    • ফ্রাঙ্ক রাইকার্ড
  • Question of

    নিচের কোন খেলোয়াড় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ উভয় দলের হয়ে এল ক্লাসিকো খেলেছেন?

    • জিনেদিন জিদান
    • লুইস এনরিকে
    • হোসে মরিনহো
  • Question of

    ফুটবল ছাড়াও আর কোন খেলাতে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়?

    • ভলিবল
    • বাস্কেটবল
    • হকি
  • Question of

    এই বিখ্যাত খেলোয়াড় প্রথমে বার্সেলোনার সাথে চুক্তি সই করলেও, স্পেনের ফুটবলও ফেডারেশনের সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন।

    • পাকো গেন্তো
    • ফেরেঙ্ক পুসকাস
    • আলফ্রেডো ডি স্টেফানো
  • Question of

    রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো এক এল ক্লাসিকোতে বার্সেলোনার কোন কোচকে চোখে গুঁতো দিয়ে বিতর্কের সৃষ্টি করেন?

    • টিটো ভিয়ানোভা
    • পেপ গার্দিওলা
    • জেরার্ডো মার্টিনো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কীর্তিমান বাংলাদেশি: ফজলে হাসান আবেদ

ডার্বি কুইজ: ফুটবলের বিখ্যাত সব দ্বৈরথ