in

ক্লাব কুইজ: বার্সেলোনা

ইউরোপের অন্যতম জনপ্রিয় এবং সফল ক্লাব বার্সেলোনা। পুরো পৃথিবীতেই ছড়িয়ে আছে ক্লাবটির লক্ষাধিক ভক্ত। বর্তমান প্রজন্ম যাদের পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়েছে তাদের মধ্যে, রোনালদিনহো এবং মেসি, দুইজনই খেলেছেন এই ক্লাবের হয়ে।

  • Question of

    বার্সেলোনা ক্লাবের লোগোর অবিচ্ছেদ্য অংশ সোনালি রঙের ওপর চারটি লাল দাগ যা কাতালনিয়ার পতাকা থেকে নেয়া। পতাকাটির নাম কী?

    • সেনিয়েরা
    • সায়োনারা
    • সেনোরা
  • Question of

    স্পেনের ক্লাব হলেও ক্লাবটির প্রতিষ্ঠায় ভূমিকা ছিল সম্পূর্ণ ভিন্ন একটি দেশের নাগরিকদের, এমনকি ক্লাবের প্রথম প্রেসিডেন্টও স্প্যানিশ ছিলেন না। কোন দেশের নাগরিক ছিলেন তিনি?

    • সুইজারল্যান্ড
    • সুইডেন
    • বেলজিয়াম
  • Question of

    ২০২৩ সাল পর্যন্ত ফুটবলের কোন শিরোপাটি সবচেয়ে বেশিবার জিতেছে বার্সেলোনা?

    • কোপা দেল রে
    • লা লিগা
    • চ্যাম্পিয়ন্স লীগ
  • Question of

    ডার্বি বার্সিলোনিতে বার্সেলোনার প্রতিপক্ষ থাকে কোন ক্লাবটি?

    • এসপানিয়োল
    • ওসাসুনা
    • ভিলারিয়াল
  • Question of

    নীচের কোন খেলোয়াড় দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে খেলেননি?

    • ডেভিড ভিয়া
    • স্যামুয়েল ইতো
    • রোনালদো নাজারিও
  • Question of

    ব্রাজিলের কোন বিশ্বকাপজয়ী বিখ্যাত খেলোয়াড় বার্সেলোনার হয়ে খেলেননি?

    • কাফু
    • রোমারিও
    • রিভালদো
  • Question of

    ক্লাবটির সফলতম খেলোয়াড়দের একজন লিওনেল মেসি এসেছিলেন বার্সেলোনার তরুণদের একাডেমি থেকে। সেটির নাম কী?

    • লা মাসিয়া
    • লা কাতানিয়া
    • লা প্লানস
  • Question of

    বার্সেলোনার মটো ‘মেস কে উন ক্লুব’ অর্থ কী?

    • একটা ক্লাবের চেয়েও বেশি
    • স্বপ্নের ক্লাব
    • যেই ক্লাব স্বপ্ন দেখায়
  • Question of

    নীচের কোন ম্যানেজার ক্লাবটির হয়ে আগে কখনো খেলেননি?

    • ফ্র্যাঙ্ক রাইকার্ড
    • পেপ গার্দিওলা
    • লুইস এনরিক
  • Question of

    কোন শিরোপাটি ২০২৩ সাল পর্যন্ত অধরা রয়ে গেছে বার্সেলোনার জন্য?

    • ইউরোপা লীগ
    • চ্যাম্পিয়ন্স লীগ
    • সুপার কাপ

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্লাব কুইজ: লিভারপুল

কীর্তিমান বাংলাদেশি: জাফরুল্লাহ চৌধুরী