in

কুইজ: বিশ্বকাপে আর্জেন্টিনা

২০২২ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দলকে নিয়ে কুইজার্ডসের বিশেষ কুইজের আয়োজনে প্রথম কুইজটি আর্জেন্টিনাকে নিয়ে।

  • Question of

    আর্জেন্টিনা সর্বপ্রথম কতসালে বিশ্বকাপ ফাইনাল খেলে?

    • ১৯৩০
    • ১৯৭৮
    • ১৯৬৬
  • Question of

    পরপর দুইটি বিশ্বকাপ ইউরোপীয় দেশে আয়োজনের সিদ্ধান্ত নেয়ায় কোন বিশ্বকাপ আর্জেন্টিনা নিজেদের প্রত্যাহার করে নেয়?

    • ১৯৩৮ ফ্র্যান্স বিশ্বকাপ
    • ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ
    • ১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপ
  • Question of

    কোন দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সাথে মতানৈক্যের কারণে আর্জেন্টিনা ১৯৫০ সালের বিশ্বকাপ বর্জন করে?

    • ব্রাজিল
    • ইতালি
    • জার্মানি
  • Question of

    একই বিশ্বকাপের নক-আউট পর্বের সব কয়টি ম্যাচে গোল করা একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড়ের নাম কী?

    • লিওনেল মেসি
    • ডিয়েগো ম্যারাডোনা
    • মারিও কেম্পেস
  • Question of

    ১৯৭৮ সালের বিশ্বকাপের ফাইনালে কোন দলকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা?

    • নেদারল্যান্ডস
    • ব্রাজিল
    • পেরু
  • Question of

    ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে বিতর্কিত একটি পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে হারায় জার্মানি। গোলটি কে দিয়েছিলেন?

    • অ্যান্ডি ব্রেহমে
    • রুডি ভোলার
    • ইয়ুর্গেন ক্লিন্সম্যান
  • Question of

    ২০২২ পর্যন্ত কোন দলের সাথে সবচেয়ে ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা?

    • জার্মানি
    • নেদারল্যান্ডস
    • উরুগুয়ে
  • Question of

    ফিফার ১০০ সেরা বিশ্বকাপ মুহূর্তের একটি আর্জেন্টিনার ২৪ পাসের গোল। গোলটি কোন বিশ্বকাপে কে দিয়েছিলেন?

    • ২০০৬ বিশ্বকাপ, ক্যাম্বিয়াসো
    • ২০১০ বিশ্বকাপ, আগুয়েরো
    • ২০০২ বিশ্বকাপ, ক্রেসপো
  • Question of

    ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেছিলেন কে?

    • হোর্হে বুরুশাগা
    • হোর্হে ভালদানো
    • ডিয়েগো ম্যারাডোনা
  • Question of

    ২০২২ সালের আগ পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ড ছিল যে আর্জেন্টাইন স্ট্রাইকারের তার নাম কী?

    • ডিয়েগো ম্যারাডোনা
    • গ্যাব্রিয়েল বাতিস্তুতা
    • হার্নান ক্রেসপো

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কোন ফুটবল তারকার সাথে মিল আছে আপনার?

কুইজ: বিশ্বকাপে ফ্র্যান্স