মহাকাশে যদি একজন মানুষ দীর্ঘ সময় ধরে থাকেন, তাহলে তার উপর কেমন প্রভাব পড়তে পারে? এ প্রশ্নের উত্তর খোঁজার জন্য ২০১২ সালে দুইজন নভোচারীকে নির্বাচন করা হয় – মার্কিন যুক্তরাষ্ট্রের স্কট কেলি ও রাশিয়ার মিখাইল কর্নিয়েনকো। নাসা (NASA), রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি ও আরো কয়েকটি মহাকাশ গবেষণা সংস্থার পরিচালনায় একটি বৈজ্ঞানিক গবেষণা প্রজেক্টের অংশ হিসাবে তাঁরা নির্বাচিত হন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রায় ১ বছর ধরে অবস্থান করার এ প্রজেক্ট শুরু হয় ২০১৫ সালের মার্চ মাসে।
(আপডেটঃ ৩৪০ দিনের মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন স্কট কেলি। মিখাইল কর্নিয়েনকোর সাথে তিনি কাজাখস্তানে ল্যান্ড করেছেন স্থানীয় সময় ২০১৬ সালের ২ মার্চ সকাল ১০টা ২৬মিনিটে।)
প্রজেক্টের শুরু থেকে স্টেশনের কমান্ডার স্কট কেলি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন বিস্ময়কর সব ছবি। এসব ছবি তাঁকে এনে দিয়েছে বিশ্বব্যাপী পরিচিতি। এর মধ্যে দশটি ছবি বাছাই করেছি আমরা। মার্কিন নভোচারীদের মধ্যে সবচেয়ে বেশি সময় মহাকাশে কাটানোর রেকর্ড গড়া স্কট কেলি ফটোগ্রাফিতেও খুব একটা খারাপ নন! অসাধারণ সব ছবির জন্য তাঁর ইন্সটাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট ফলো করতে পারেন।