দশ রোমান দেবতা ও দেবী নিয়ে আজকের কুইজ। অবশ্য কোন কাহিনী, দর্শন বা রীতিনীতির উপর প্রশ্ন থাকছে না। আপনাকে শুধু নাম চিহ্নিত করতে হবে।
রোমান দেবতা ও দেবী: গ্রিকদের সাথে মিল কেন?
৭৫৩ খ্রিস্টপূর্ব। এ সময় জন্ম হয় নতুন এক শহরের – রোম। পরবর্তীতে একে ঘিরে গড়ে ওঠে বিশাল এক সাম্রাজ্য। সাথে লেখা হয় বহু কাহিনী। স্বাভাবিকভাবে নিজেদের কীর্তি ও শ্রেষ্ঠত্ব প্রচার করা দরকার ছিলো রোমানদের। তারই প্রতিফলন ঘটে মিথলজিতে। অবশ্য রোমান দেবতা ও দেবীদের গল্প সবসময় আসল বা মৌলিক ছিলো না। কারণটা ইতিহাসের সাথে জড়িত।
১৪৬ খ্রিস্টপূর্বে রোমানরা গ্রিক উপদ্বীপ দখল করে নেয়। এ সময় নতুন সংস্কৃতির সাথে সরাসরি পরিচিত হয় তারা। ফলাফল হিসাবে গ্রিক মিথলজির বহু কাহিনী চলে আসে রোমান মিথলজিতে। উদাহরণ হিসাবে হারকিউলিসের কথা বলা যায়। নামটি রোমান। কিন্তু এর ধারণা গ্রিকদের কাছ থেকে নেয়া। বিভিন্ন বিষয়ে গ্রিক আর রোমানদের মধ্যে মিল থাকার এ ব্যাপারটি ‘Graeco-Roman Culture’ নামে পরিচিত।