বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর মধ্যে রোহিঙ্গা সংকট একটি। বৈষম্যমূলক রাষ্ট্রীয় সিদ্ধান্ত কীভাবে একটি জনগোষ্ঠীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিতে পারে, তার একটি বড় উদাহরণ হলো রাজনৈতিক ও মানবিক এ সংকট। এক্ষেত্রে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের দীর্ঘমেয়াদী নীতির সাথে যোগ হয়েছে দেশটির জনগণের একাংশের বৈরী মনোভাব। ফলে খবরের শিরোনামে বারবার উঠে এসেছে সাম্প্রদায়িক উত্তেজনা থেকে বড় আকারের দাঙ্গার মতো ঘটনা। এর প্রভাব এড়াতে পারেনি আমাদের দেশও। প্রায় সময় বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবার যৌক্তিকতা নিয়ে তর্ক-বিতর্ক দেখা যায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু এখন পর্যন্ত স্থায়ী ভালো কোন সমাধানে পৌঁছানো সম্ভব হয় নি।
এবারের ইনফোগ্রাফিকে আমরা খুব সংক্ষেপে জেনে নেবো কীভাবে রোহিঙ্গা সংকট আজকের অবস্থায় পৌঁছেছে। বিষয়টি সংবেদনশীল ও রাজনৈতিকভাবে অত্যন্ত জটিল হবার কারণে আমরা সাম্প্রতিক ইতিহাসের উপরই প্রাধান্য দিয়েছি।
খেয়াল করুন যে সামাজিক গণমাধ্যমে যত্রতত্র ও অনেক ক্ষেত্রে ভুয়া তথ্য ও ছবি শেয়ার করা হয়। এমনকি বাংলাদেশের ভূমিকা নিয়েও তীব্র আবেগী পোস্ট দেখা যায়। এজন্য রোহিঙ্গা সংকট সংক্রান্ত যেকোন কিছু শেয়ার করার আগে যাচাই-বাছাই করার অনুরোধ থাকলো। এতে করে আশ্রয়প্রার্থী অসহায় রোহিঙ্গাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করতে পারবেন।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
এক নজরে রোহিঙ্গা সংকট: ইনফোগ্রাফিক
[ddownload id=”14156″ class=”button” text=”ডাউনলোড”]
আমরা চেষ্টা করেছি ইনফগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।