কুইজিং মানেই কুইজার ও কুইজমাস্টার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে যাওয়া কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো নিয়ে কুইজার্ডস ডট কোর নতুন আয়োজন কুইজমাস্টার্স লাউঞ্জ, যেখানে প্রকাশ করা হবে কুইজমাস্টারদের প্রশ্নপত্র। তবে বড় একটা সীমাবদ্ধতা থেকে যাবে এ আয়োজনে। বর্তমানে স্টেজ রাউন্ডের কুইজ মাল্টিমিডিয়ার উপর অনেক নির্ভরশীল। কুইজে ব্যবহৃত বহু ছবি ও ভিডিও কপিরাইট আইন দিয়ে সংরক্ষিত। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সব ধরনের প্রশ্ন আমরা প্রকাশ করতে পারবো না।
বিগত ১১-১২ জুন (২০১৫) পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো “SK+F 4th NDF BD – DMC DC Medical College Debate Festival & Quiz Competition ’15″। এ অনুষ্ঠানের কুইজ প্রতিযোগিতায় লিখিত ও স্টেজ রাউন্ডের একাংশ পরিচালনা করে কুইজার্ডস ডট কো। লিখিত পরীক্ষায় কুইজার্ডসের নিজস্ব ১৫টি প্রশ্ন নিয়ে আজ থাকছে কুইজমাস্টার্স লাউঞ্জ কুইজের প্রথম পর্ব। আসল কুইজে কোন অপশন ছিলো না। কিন্তু এখানে উত্তর বাছাই করার সুযোগ রয়েছে!
কুইজমাস্টার্স লাউঞ্জ: প্রশ্ন জমা দিতে চান?
আপনি কি একজন কুইজমাস্টার? আপনার প্রশ্ন কুইজার্ডসে প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেইজের মাধ্যমে অথবা এখানে জমা দিতে পারেন।
3 Comments