in

কুইজমাস্টার্স লাউঞ্জ কুইজ: প্রথম পর্ব

কুইজিং মানেই কুইজার ও কুইজমাস্টার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে যাওয়া কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো নিয়ে কুইজার্ডস ডট কোর নতুন আয়োজন কুইজমাস্টার্স লাউঞ্জ, যেখানে প্রকাশ করা হবে কুইজমাস্টারদের প্রশ্নপত্র। তবে বড় একটা সীমাবদ্ধতা থেকে যাবে এ আয়োজনে। বর্তমানে স্টেজ রাউন্ডের কুইজ মাল্টিমিডিয়ার উপর অনেক নির্ভরশীল। কুইজে ব্যবহৃত বহু ছবি ও ভিডিও কপিরাইট আইন দিয়ে সংরক্ষিত। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সব ধরনের প্রশ্ন আমরা প্রকাশ করতে পারবো না।

বিগত ১১-১২ জুন (২০১৫) পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো “SK+F 4th NDF BD – DMC DC Medical College Debate Festival & Quiz Competition ’15″। এ অনুষ্ঠানের কুইজ প্রতিযোগিতায় লিখিত ও স্টেজ রাউন্ডের একাংশ পরিচালনা করে কুইজার্ডস ডট কো। লিখিত পরীক্ষায় কুইজার্ডসের নিজস্ব ১৫টি প্রশ্ন নিয়ে আজ থাকছে কুইজমাস্টার্স লাউঞ্জ কুইজের প্রথম পর্ব। আসল কুইজে কোন অপশন ছিলো না। কিন্তু এখানে উত্তর বাছাই করার সুযোগ রয়েছে!

পৃথিবীর গভীরতম সমুদ্রখাত হলো মারিয়ানা ট্রেঞ্চ। এতে রয়েছে পৃথিবীর গভীরতম পয়েন্ট/জায়গা। কী নাম ঐ পয়েন্টের?
সঠিক!
ভুল!

-

বিংশ শতাব্দীর প্রথম দিকে কোয়ান্টাম মেকানিক্সে কোন বাঙালি বিজ্ঞানী বড় অবদান রেখেছিলেন?
সঠিক!
ভুল!

-

পল ডেভিড হিউসন নামের এ আইরিশ গায়ক একই সাথে একজন বিনিয়োগকারী। ডাবলিনভিত্তিক একটি রক ব্যান্ডের সদস্য তিনি। কী নামে তাঁকে আমরা চিনি?
সঠিক!
ভুল!

-

"Study of a Figure Outdoors: Woman with a Parasol", "Palace from Mula", "Impression Sunrise", "Self Portrait with a Beret" - এ ছবিগুলো বিখ্যাত কোন ফরাসি চিত্রশিল্পীর আঁকা? তাঁকে ইম্প্রেশনিজমের অন্যতম প্রবক্তা হিসাবে বিবেচনা করা হয়।
সঠিক!
ভুল!

-

২০১৫ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের ভেন্যু ছিলো বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এর আগে কত সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ একই জায়গায় অনুষ্ঠিত হয়?
সঠিক!
ভুল!

-

হলোকস্টের উপর ড্রামা ফিল্ম তৈরি করে তিনি পরিচালক হিসাবে তাঁর প্রথম অস্কার অর্জন করেন। ১৯৯৩ সালের এ চলচ্চিত্রটি আরো ছয়টি ক্যাটাগরিতে অস্কার পেয়েছিলো। চলচ্চিত্র পরিচালকের নাম কী?
সঠিক!
ভুল!

-

১৮১১ সালে এ রাসায়নিক মৌলটি আবিষ্কার করেন বার্নার্ড কর্তোয়া। মূলত মহাসাগরে পাওয়া যায় এটি। অন্যতম পুষ্টি উপাদান এ মৌলের নাম যে গ্রিক শব্দ থেকে এসেছে, তার অর্থ রক্তবেগুনি। কোন রাসায়নিক মৌল?
সঠিক!
ভুল!

-

পঞ্চদশ শতাব্দীতে ইতালিয়ান রেনেসাঁর সময় এ বিশেষ নাচের প্রচলন ঘটে। কিন্তু জনপ্রিয়তার ক্ষেত্রে প্রায় সময় রাশিয়ার নাম চলে আসে। সপ্তদশ শতাব্দীতে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এ নাচের উপর বিশ্বের প্রথম স্কুল প্রতিষ্ঠা করেন, যা এর বিকাশে বিশাল অবদান রাখে। কোন নাচের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

এই বাংলা সাহিত্যিক পেশায় একজন সাংবাদিক ছিলেন। শহীদ নূর হোসেনের উপর ভিত্তি করে তিনি "বুক তার বাংলাদেশের হৃদয়" নামে একটি বই লেখেন। ৬০টিরও বেশি কবিতার বই লেখা এ কবির নাম কী?
সঠিক!
ভুল!

-

১৯৩৫ সালে তিনি নিজ দেশের সেনাবাহিনীতে চিফ অফ জেনারেল স্টাফ হয়েছিলেন। পরে গৃহযুদ্ধের মধ্য দিয়ে ১৯৩৯ সালে দেশটির ক্ষমতা দখল করেন। কে এই একনায়ক?
সঠিক!
ভুল!

-

জীবাণু তত্ত্বে তাঁর কাজ অ্যানথ্রাক্স ও র‍্যাবিসের প্রতিষেধক তৈরিতে ভূমিকা রেখেছিলো। ১৮৭৯ সালে ভুল করে তিনি মুরগির কলেরার প্রতিষেধক আবিষ্কার করেছিলেন। কে এই বিজ্ঞানী?
সঠিক!
ভুল!

-

"EGOT" দিয়ে কোন চারটি পুরস্কারকে বোঝায়?
সঠিক!
ভুল!

-

১৯২৬ সালে প্রতিষ্ঠিত এ অটোমোবাইল কোম্পানির সদর দপ্তর জার্মানির স্টুটগার্টে। কোন কোম্পানি?
সঠিক!
ভুল!

-

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য পাশ্চাত্য গণমাধ্যমে আরব বসন্তের নাম প্রায় সময় উল্লেখ করা হয়। ২০১০ সালে কোন দেশে এ আন্দোলনের শুরু হয়েছিলো?
সঠিক!
ভুল!

-

অ্যালিস মুনরো হলেন প্রথম কানাডিয়ান নারী হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী। কত সালে তিনি এ পুরস্কার পান?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

কুইজমাস্টার্স লাউঞ্জ কুইজ: প্রথম পর্ব I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



কুইজমাস্টার্স লাউঞ্জ: প্রশ্ন জমা দিতে চান?

আপনি কি একজন কুইজমাস্টার? আপনার প্রশ্ন কুইজার্ডসে প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেইজের মাধ্যমে অথবা এখানে জমা দিতে পারেন।

What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

3 Comments

বিশ্বের ইতিহাস কুইজ: ভিসুভিয়াস থেকে এশিয়া - কুইজার্ডস

বিশ্বের ইতিহাস কুইজ: ভিসুভিয়াস থেকে এশিয়া

হাবল টেলিস্কোপ কুইজ - কুইজার্ডস

হাবল টেলিস্কোপ: মহাকাশ বিষয়ক কুইজ