in

কুইজার্ডস ডট কো: যাত্রা হলো শুরু

কুইজার্ডস ১.০১ - কুইজার্ডস ডট কো

অবশেষে কুইজার্ডস ডট কোর যাত্রা শুরু হলো। তবে এটাকে পূর্ণাঙ্গ ওয়েবসাইট হিসাবে দাবি করবো না আমরা। কুইজার্ডস চ্যালেঞ্জ ও ওপেন চ্যালেঞ্জ- এ দুইটি প্রধান ফিচার নিয়ে সে রকম কিছু দাবী করাও অযৌক্তিক হবে। বর্তমান ওয়েবসাইট ও ফিচারগুলোর মান কেমন হয়েছে, সে সিদ্ধান্ত ব্যবহারকারীরাই নেবেন। তবে কুইজার্ডস ডট কোর প্রাথমিক ভার্সন নিয়ে আমরা কিছু বলতে চাই।

কোন চ্যালেঞ্জের শেষেই ব্যবহারকারীদেরকে সঠিক উত্তরগুলো দেখানো হয় নি। কারণ হলো, চ্যালেঞ্জগুলো প্রতিযোগিতামূলক এবং প্রতিটি কুইজে লিডারবোর্ডের ব্যবস্থা রয়েছে। কুইজ শেষে সঠিক উত্তরগুলো দেখানো হলে লিডারবোর্ডের মূল উদ্দেশ্য ব্যাহত হতো।

বর্তমান প্রশ্নগুলোর ধরনকে বাংলাদেশআন্তর্জাতিক– এ দুইটি সাধারণ বিভাগে ভাগ করা যায়। ভবিষ্যতে এ দুইটি বিভাগকে কেন্দ্র করে বিষয়ভিত্তিক কুইজ (উদাহরণঃ বাংলা ভাষা ও সাহিত্য, বৈশ্বিক রাজনীতি, পরিবেশ) আপলোড করা হবে।

প্রশ্নগুলো নির্দিষ্ট কোন বয়সের ব্যবহারকারীদের কথা বিবেচনা করে নির্বাচন করা হয় নি। ফলে বিভিন্ন বয়সের ব্যবহারকারীর কাছে প্রশ্নের মান ভিন্ন লাগতে পারে। এ সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে বয়সভিত্তিক কুইজের প্রশ্ন নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করি, আগামী মাসের মধ্যে আমরা এ ধরনের কুইজ চালু করতে পারবো।

বর্তমান সময়ের বিভিন্ন কুইজ প্রতিযোগিতাতে অডিও-ভিজ্যুয়ালের প্রাধান্য থাকলেও কপিরাইট সংক্রান্ত জটিলতার কারণে আমাদের ওয়েবসাইটে ছবি-ভিডিও-গানের বহুল ব্যবহার সম্ভব হয় নি। ভবিষ্যতেও সতর্কতার সাথে কুইজার্ডস ডট কো কুইজের প্রশ্নগুলোতে এ ধরনের উপাদান ব্যবহার করবে।

কুইজার্ডস ডট কোর ব্যাজিং সিস্টেম এখনো প্রাথমিক মানের। পরবর্তীতে এ ওয়েবসাইটের জন্য নিজস্ব ব্যাজিং সিস্টেম গড়ে তোলার ইচ্ছা রয়েছে আমাদের।

কুইজার্ডস ডট কো মূলত পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। তাই স্মার্টফোন কিংবা অন্য ডিভাইস (উদাহরণঃ আইপ্যাড) থেকে কেউ এ ওয়েবসাইট ব্যবহার করলে কিছু সমস্যা হতে পারে। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যে কেউ যেন স্বচ্ছন্দে আমাদের সাইট ব্রাউজ করতে পারেন, সে প্রচেষ্টা চালিয়ে যাবো আমরা।

সবকিছুর শেষে একটাই কথা। ভালো মানের একটি বাংলা এডুটেইনমেন্ট (Edutainment) ওয়েবসাইট প্রতিষ্ঠার জন্য আপনার আন্তরিক সহযোগিতা প্রয়োজন কুইজার্ডস ডট কোর। তাই সাধারণ জ্ঞান চর্চায় আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাথে রাখুন।

কুইজার্ডস ডট কো: সোশ্যাল প্রোফাইল

আপনারা চাইলে আমাদের ফেসবুক পেইজে যোগ দিতে পারেন।

What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পতাকা কুইজ: ইতালি - কুইজার্ডস

পতাকা কুইজ: প্রথম পর্ব