in

অস্কার পুরস্কার বিষয়ক কুইজ: দ্বিতীয় পর্ব

অস্কার পুরস্কার: রোনাল্ড কোলম্যান - কুইজার্ডস

অস্কার পুরস্কার নিয়ে বহু আগে আমরা প্রকাশ করেছিলাম একটি কুইজ। আজ থাকছে এ কুইজের দ্বিতীয় পর্ব। এবারের পর্বে সেরা চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে দশটি প্রশ্ন করা হয়েছে।

অস্কার পুরস্কার: ৩ তথ্য

– প্রথম ব্রিটিশ চলচ্চিত্র হিসাবে “Hamlet” (১৯৪৮) সেরা চলচ্চিত্র ক্যাটেগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলো ১৯৪৯ সালে।

– টেলিভিশনে প্রথমবারের মতো অস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রচারিত হয় ১৯৫৩ সালে। অস্কারের ২৫তম আসর ছিলো এটি।

– বারবার নমিনেশন পেয়েও শেষ পর্যন্ত পুরস্কার না জেতার জন্য লিওনার্দো ডি ক্যাপ্রিওর সুনাম রয়েছে। তবে ভাগ্যটা সবচেয়ে কার খারাপ এক্ষেত্রে? সাউন্ড মিক্সার কেভিন ও’কনেলের। ভদ্রলোক ২০ বার নমিনেশন পেয়েছিলেন! কিন্তু একটা অস্কারও তাঁর বাড়ির শোকেসে জায়গা করে নিতে পারেনি।

ছবি পরিচিতি

চলচ্চিত্রের নাম: “The Prisoner of Zenda” (১৯৩৭)

– অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী রোনাল্ড কোলম্যান। “A Double Life” (১৯৪৭) চলচ্চিত্রে অভিনয় করে তিনি এ পুরস্কার জেতেন।

– এক সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী মেডেলিন ক্যারল।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

অস্কার পুরস্কার বিষয়ক কুইজ: দ্বিতীয় পর্ব I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Minhaz Chowdhury

এস ও এস হারম্যান মেইনার কলেজে পড়াশোনা করেছি। বিতর্ক ও কুইজ - আমার কাছে কৈশোরে আসা দুইটি ভালোবাসা, যা এখনো টিকে রয়েছে। কুইজিংয়ের প্রতি এ ভালোবাসা থেকেই জ্ঞানের ক্ষুদ্র পরিসর নিয়েও কুইজার্ডসের সাথে যুক্ত হওয়া।

আন্তর্জাতিক সংস্থা কুইজ - কুইজার্ডস

আন্তর্জাতিক সংস্থা বিষয়ক কুইজ

বিশ্বের ইতিহাস কুইজ: ভিসুভিয়াস থেকে এশিয়া - কুইজার্ডস

বিশ্বের ইতিহাস কুইজ: ভিসুভিয়াস থেকে এশিয়া