অস্কার পুরস্কার নিয়ে বহু আগে আমরা প্রকাশ করেছিলাম একটি কুইজ। আজ থাকছে এ কুইজের দ্বিতীয় পর্ব। এবারের পর্বে সেরা চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে দশটি প্রশ্ন করা হয়েছে।
অস্কার পুরস্কার: ৩ তথ্য
– প্রথম ব্রিটিশ চলচ্চিত্র হিসাবে “Hamlet” (১৯৪৮) সেরা চলচ্চিত্র ক্যাটেগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলো ১৯৪৯ সালে।
– টেলিভিশনে প্রথমবারের মতো অস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রচারিত হয় ১৯৫৩ সালে। অস্কারের ২৫তম আসর ছিলো এটি।
– বারবার নমিনেশন পেয়েও শেষ পর্যন্ত পুরস্কার না জেতার জন্য লিওনার্দো ডি ক্যাপ্রিওর সুনাম রয়েছে। তবে ভাগ্যটা সবচেয়ে কার খারাপ এক্ষেত্রে? সাউন্ড মিক্সার কেভিন ও’কনেলের। ভদ্রলোক ২০ বার নমিনেশন পেয়েছিলেন! কিন্তু একটা অস্কারও তাঁর বাড়ির শোকেসে জায়গা করে নিতে পারেনি।
ছবি পরিচিতি
চলচ্চিত্রের নাম: “The Prisoner of Zenda” (১৯৩৭)
– অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী রোনাল্ড কোলম্যান। “A Double Life” (১৯৪৭) চলচ্চিত্রে অভিনয় করে তিনি এ পুরস্কার জেতেন।
– এক সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী মেডেলিন ক্যারল।