১৯৭১ সালের ১৭ এপ্রিল যখন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকার শপথ নেয় তখন দেশে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত। এছাড়া সরকার তখন উপলব্ধি করে যে স্বাধীনতার স্বপক্ষে বিশ্বজনমত সৃষ্টির জন্য ডাকটিকিট একটি শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। তাই তারা বাংলাদেশ নামে ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নেয়।
লন্ডনপ্রবাসী বাঙালি নকশা প্রণয়নকারী বিমান মল্লিককে বাংলাদেশের ডাকটিকিটের নকশা করার দায়িত্ব দেয়া হয়। বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালের ২৬ জুলাই লন্ডনের হাউস অব কমন্সে বিমান মল্লিকের নকশা করা আটটি ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম প্রদর্শন করেন।
ডাকটিকিটগুলো তুলে ধরা হল এখানে।