প্রযুক্তির যুগে ইন্টারনেটের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে এর বহুল ব্যবহার আমাদের অনেক কাজকে সহজ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই ইন্টারনেটকে ঘিরে গড়ে উঠেছে বিশাল সব কোম্পানি ও প্রতিষ্ঠান।
ইন্টারনেট কোম্পানিগুলোর তালিকা করা হলে গুগল, ফেসবুক আর আমাজনের নাম সামনের সারিতে থাকে সবসময়। শুধু পরিচিতির দিক থেকে নয়, অর্থের হিসাবেও এসব কোম্পানি এগিয়ে রয়েছে অন্য অনেকের চেয়ে। বিংশ শতাব্দীর নব্বই দশকের শেষ দিকে ডট-কম বাবল (Dot-com bubble) যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্ভাবনার জন্ম দিয়েছিলো, তার প্রতিফলন ঘটেছে এ কোম্পানিগুলোর প্রসারে।
এ কুইজে থাকছে ইন্টারনেটভিত্তিক কয়েকটি কোম্পানির প্রতিষ্ঠা নিয়ে দশটি প্রশ্ন। এর মধ্যে পাঁচটি প্রশ্নই প্রতিষ্ঠাতা/সহ-প্রতিষ্ঠাতা বিষয়ক। নিয়মিত যারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা কোন না কোন সময়ে এসব কোম্পানি/সার্ভিসের নাম শুনেছেন। দেখে নেয়া যাক তাদের পেছনের কাহিনী নিয়ে আপনি একটু হলেও খবর রাখেন কি না!
ইন্টারনেট কোম্পানি কুইজ: স্কোরের ছবি কৃতজ্ঞতা
১. জ্যাক ডরসি, টুইটার কো-ফাউন্ডার: Brian Solis/Flickr/CC BY 2.0
২.মার্ক জাকারবার্গ, ফেসবুক কো-ফাউন্ডার: Brian Solis/Flickr/CC BY 2.0
৩. জেফ বেজোস, আমাজন ফাউন্ডার: James Duncan Davidson/Flickr/CC BY 2.0