শামসুর রাহমান শংসাপত্র দিয়েছিলেন তাঁদের। ক্র্যাক প্লাটুন – তাঁদের নানা অপারেশনে পাকবাহিনী হয়ে উঠেছিল ভীতসন্ত্রস্ত। তাঁদের দুর্ধর্ষ সব অভিযানের কথা শুনে আমরা আজও কেঁপে উঠি। তাঁদের অসীম বীরত্বের কথা শুনলে আজও মাথা নুয়ে আসে শ্রদ্ধায়। ঢাকার অমিতসাহসী সেই গেরিলাদের স্মৃতির সম্মানে এই বিশেষ কুইজ, যাঁদের দেশপ্রেম তরুণ প্রজন্মের সামনে হতে পারে অনুপ্রেরণার উৎস।
ক্র্যাক প্লাটুন: নির্বাচিত কবিতা
“দেখতে কেমন তুমি?
কি রকম পোশাক আশাক পরে করো চলাফেরা?
মাথায় আছে কি জটাজাল?
পেছনে দেখাতে পারো জ্যোতিশ্চত্রু সন্তের মত?
টুপিতে পালক গুঁজে অথবা জবর জং ঢোলা
পায়জামা কামিজ গায়ে মগডালে একা শিস দাও?
পাখির মতই কিংবা চা খানায় বসো ছায়াছন্ন?
…………………………………………………….
তুমি আর ভবিষ্যত যাচ্ছ হাত ধরে পরস্পর।
সর্বত্র তোমার পদধ্বনি শুনি, দুঃখ তাড়ানিয়া
তুমি তো আমার ভাই, হে নতুন, সন্তান আমার।”
(‘গেরিলা’,শামসুর রাহমান, ১৯৭১)
স্কোরের ছবি কৃতজ্ঞতা: Muktar Hossain/CC BY-SA 4.0