প্রত্যেক সঙ্গীতশিল্পী ও ব্যান্ডকে পথচলা শুরু করতে হয় একটা নির্দিষ্ট অবস্থান থেকে। সাধারণত অ্যালবাম প্রকাশের মাধ্যমে বড় পরিসরে নিজেদেরকে পরিচিত করার সুযোগ পান তাঁরা। প্রথম অ্যালবামকে আমরা ডেব্যু অ্যালবাম (Debut Album) নামে অভিহিত করি। কারো কারো ক্ষেত্রে ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন থাকে। ফলে প্রথম অ্যালবাম দিয়েই তাঁরা বিশ্বজয়ে সক্ষম হয়। কিন্তু কারো কারো ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় অ্যালবাম পর্যন্ত অপেক্ষা করতে হয় সাফল্যের মুখ দেখবার জন্য। তবে তাতে হাল ছেড়ে দেবার পাত্র তাঁরা নন। বড় কিছু করতে গেলে বাধা আসবেই – এ আর এমন বিচিত্র কী!
আমাদের বর্তমান কুইজটি সাজানো হয়েছে এমনই কিছু ডেব্যু অ্যালবাম ও সেগুলোর স্রষ্টাদের নিয়ে। বিখ্যাত কয়েকটি ব্যান্ডের প্রথম অ্যালবামের নাম বলে দিয়েছি আমরা। আপনাদের বলতে হবে অ্যালবামটি কোন ব্যান্ডের।
এবার তবে দেখে নিন প্রিয় ব্যান্ডটির শুরু কোথায় সেটা আপনি জানেন কি না!
৫ বিখ্যাত ডেব্যু অ্যালবাম
জোয়ান বায়েজ: Joan Baez (১৯৬০)
বব ডিলান: Bob Dylan (১৯৬২)
“Guns N’ Roses” ব্যান্ড : Appetite for Destruction (১৯৮৭)
“Oasis” ব্যান্ড: Definitely Maybe (১৯৯৪)
এমিনেম: The Slim Shady LP (১৯৯৯)