ইএমকে কমিকস কুইজে আপনাকে স্বাগতম। ২০২৪ সাল জুড়ে ইএমকে সেন্টারের সহায়তায় কুইজার্ডস আয়োজন করছে পপ কালচার কুইজ ২০২৪। হ্যালোইন চলচ্চিত্র কুইজ তার চতুর্থ পর্ব।
কুইজের নিয়ম খুব সহজ, তিন মিনিটে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা তিনজনকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পাঁচশ টাকা করে দেয়া হবে।
তাই মনে করে কুইজ শেষে নিজের নাম ও ফোন নম্বরটি দিতে ভুলবেন না!
কুইজটি চলবে ২০ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। এরপর কুইজটিতে অংশ নিলেও পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
1.
কোন রঙটি হ্যালোইনের প্রচলিত রঙের মধ্যে পড়ে না?
2.
হ্যালোইন উৎসবের দিন ভূতুরে সাজ নেয়ার প্রধান উদ্দেশ্য কী ছিল?
3.
কোন দেশে হ্যালোইন উৎসবের জন্ম হয় বলে ধারণা করা হয়?
4.
হ্যালোইন বিষয়ক অনেক কার্টুন বা চলচ্চিত্রে ভূত বা দুষ্ট আত্মাদের খোঁজ পাওয়া যায় কোথায়?
5.
হ্যালোইন উৎসবে কোন ফল বা সবজি কেটে লণ্ঠন বানানো হয়?
6.
হ্যালোইন কোন প্রাচীন উৎসব থেকে এসেছে বলে ধারণা করা হয়?
7.
হ্যালোইন উৎসব বছরের কত তারিখ উদযাপন করা হয়?
8.
কালো বিড়ালকে হ্যালোইন উৎসবে কীসের প্রতীক হিসেবে দেখা হয়?
9.
হ্যালোইনভীতিকে কী বলা হয়?
10.
Halloween শব্দটির অর্থ কী?