ইএমকে কমিকস কুইজে আপনাকে স্বাগতম। ২০২৪ সাল জুড়ে ইএমকে সেন্টারের সহায়তায় কুইজার্ডস আয়োজন করছে পপ কালচার কুইজ ২০২৪। অ্যানিমেটেড চলচ্চিত্র কুইজ তার তৃতীয় পর্ব।
কুইজের নিয়ম খুব সহজ, তিন মিনিটে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা তিনজনকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পাঁচশ টাকা করে দেয়া হবে।
তাই মনে করে কুইজ শেষে নিজের নাম ও ফোন নম্বরটি দিতে ভুলবেন না!
কুইজটি চলবে ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত। এরপর কুইজটিতে অংশ নিলেও পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
1.
দি লায়ন কিং (The Lion King) চলচ্চিত্রে মূল চরিত্র সিম্বার নামের অর্থ কী?
2.
ফাইন্ডিং নিমোর চলচ্চিত্রে, নিমোর বাবা-মা কোথায় থাকতো?
3.
আইস এজ (Ice Age) চলচ্চিত্র সিরিজে সিড নিজের জন্য কী উপাধি ঠিক করেছিল?
4.
হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন (How to train your dragon) চলচ্চিত্রে ড্রাগনকে পোষ মানাতে পারায় হিক্যাপের বাবা তাকে কী পুরস্কার দিয়েছিলেন?
5.
মোয়ানা (Moana) চলচ্চিত্রে শিশু মোয়ানা কোন প্রাণিকে রক্ষা করেছিল?
6.
দর্শকপ্রিয় বহু অ্যানিমেটেড চলচ্চিত্রের জন্ম দেয়া যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ড্রিমওয়ার্কস প্রতিষ্ঠার সাথে কোন বিখ্যাত ব্যক্তি জড়িত?
7.
টয় স্টোরি ২ চলচ্চিত্রে খেলনাগুলোকে কোন দেশের জাদুঘরে বিক্রি করে দেওয়া হয়েছিল?
8.
ডেসপিকেবল মে (Despicable Me) চলচ্চিত্র সিরিজে গ্রু'র যমজ ভাইয়ের নাম কী?
9.
আপ (Up) চলচ্চিত্রে কার্ল এবং এলি যে প্যারাডাইজ ফলে যেতে চেয়েছিল, সেটি কোন মহাদেশে?
10.
ফ্রোজেন (Frozen) চলচ্চিত্রের চরিত্র ওলাফের প্রিয় ঋতু কোনটি?