in

ধরিত্রী দিবস: পোস্টার ডাউনলোড

ধরিত্রী দিবস: পোস্টার ডাউনলোড - কুইজার্ডস

ধরিত্রী দিবস নিয়ে কুইজার্ডস ডট কোর পোস্টটি আপনি হয়তো পড়ে থাকবেন। এ পোস্টের উপর ভিত্তি করে আমরা একটি পোস্টার (ইনফোগ্রাফিক) তৈরি করেছি। তবে এ পোস্টারে ধরিত্রী দিবসের ইতিহাস ছাড়াও বিভিন্ন তথ্য যোগ করা হয়েছে।

লক্ষ করুনঃ মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের এ পোস্টারটি দেখতে সমস্যা হতে পারে। তাই আমরা সংযোজিত তথ্যগুলো নিচে দিয়ে দিচ্ছি।

ধরিত্রী দিবস: পোস্টার -- কুইজার্ডস

– আমরা যে অক্সিজেন গ্রহণ করি, তার ৩০% আসে মহাসাগর থেকে।
– প্রশান্ত মহাসাগর এত বড় যে তা পুরো পৃথিবীর প্রায় ৩০ ভাগ জায়গা জুড়ে বিস্তৃত।
– আনুমানিক ৫০-৮০% জীবনই মহাসাগরভিত্তিক।
– ফসিল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ১৫০ মিলিয়ন বছর আগে উড়তে সক্ষম পাখির উৎপত্তি ঘটে।
– প্রায় ৪৩০ মিলিয়ন বছর আগে মাটিতে গাছ জন্মানো শুরু করে।
– প্রায় ১৯০,০০০ বছর আগে আধুনিক মানুষের উৎপত্তি হয় পূর্ব আফ্রিকা থেকে।
– ডাঙায় বাস করা প্রায় ৮৬% প্রজাতির প্রাণী এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে (২০১১ সালের হিসাব অনুযায়ী)।

তথ্যসূত্র

1. National Geographic.
2. MarineBio.
3. Catalogue of Life.
4. Earth Day Network.
5. Environmental Protection Agency.

ধরিত্রী দিবস: পোস্টার ডাউনলোড

আমরা চেষ্টা করেছি পোস্টারের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। ফেসবুক পেইজেও জানাতে পারেন চাইলে।

ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।

[ddownload id=”7661″ class=”button”]

What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

One Comment

ধরিত্রী দিবস - কুইজার্ডস

ধরিত্রী দিবস: পৃথিবীর জন্য একদিন

ইতিহাসের নির্বাচিত ১০ ভয়াবহ ভূমিকম্প - কুইজার্ডস

ভয়াবহ ভূমিকম্প: ইতিহাসের নির্বাচিত দশ