চলচ্চিত্রের ইতিহাসে স্টার ওয়ার্স (Star Wars) ও হ্যারি পটার (Harry Potter) খুবই জনপ্রিয় দুইটি সিরিজ। ক্ষমতা আর আধিপত্যের বিবেচনায় সিরিজগুলোর ভিলেনরাও জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরা ভিলেনদের তালিকায়। স্টার ওয়ার্সের অন্যতম সুপ্রিম কমান্ডার মুখোশধারী অ্যানাকিন স্কাইওয়াকার সবার কাছে পরিচিত ডার্থ ভেডার নামে। অন্যদিকে অনাথ আশ্রমে বড় হয়ে ওঠা টম রিডল এক সময় পরিণত হন হ্যারি পটারের সবচেয়ে ক্ষমতাবান ও বিপদজনক জাদুকরে। আমাদের আজকের কুইজ খুবই সহজ। দশটি উক্তি দেয়া থাকবে। ডার্থ ভেডার নাকি লর্ড ভল্ডেমর্ট – কার উক্তি? এটাই চিহ্নিত করতে হবে আপনাদের।