in , ,

“Cold War” বা “স্নায়ু যুদ্ধ” শব্দের উৎপত্তি

স্নায়ু যুদ্ধ (Cold War) - কুইজার্ডস
Image Credit: Fernando Serna/1985/United States Department of Defense

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ পারমাণবিক শক্তির ভয়াবহতা প্রথমবারের মতো বুঝতে পারে। নতুন এ শক্তি বদলে দেয় বিশ্ব রাজনীতির ধারা। এর একদিকে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। প্রত্যেকেই নিজেদের প্রভাব বিস্তার করার জন্য সচেষ্ট ছিলো। ফলে তৈরি হয় এক ধরনের চাপা রাজনৈতিক অস্থিরতা। ১৯৪৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত স্থায়ী ছিলো এটি। এ অবস্থা “Cold War” বা স্নায়ু যুদ্ধ হিসাবে পরিচিতি পায়। কীভাবে এলো শব্দটি? ঝটপট জেনে ফেলা যাক!

  • ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
  • মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।

"Cold War" শব্দের উৎপত্তি - কুইজার্ডস

মূল উৎপত্তি

নিশ্চিত কোন তথ্য নেই। তবে হিটলারের কিছু নীতি বর্ণনা করার জন্য সীমিতভাবে এ শব্দের ব্যবহার ছিলো

প্রথম ব্যবহার

কে: বিখ্যাত লেখক জর্জ অরওয়েল
কোথায়: “You and the Atomic Bomb” নামক রচনায়
কখন: ১৯৪৫ সালের ১৯ অক্টোবর
কেন: পারমাণবিক যুগে বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বোঝাতে

প্রথম আনুষ্ঠানিক ব্যবহার

কে: মার্কিন রাজনৈতিক উপদেষ্টা বার্নার্ড বারুখ
কোথায়: সাউথ ক্যারোলাইনা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে (South Carolina House of Representatives) দেয়া এক বক্তব্যে
কখন: ১৯৪৭ সালের ১৬ এপ্রিল
কেন: সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বোঝানোর জন্য

জনপ্রিয়করণ

কে: মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান
কখন: ১৯৪৭ সালে

ঝটপট জানুন: “Cold War” বা “স্নায়ু যুদ্ধ” শব্দের উৎপত্তি

আমরা চেষ্টা করেছি তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।

ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।

[ddownload id=”12979″]

What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

রহস্য গল্প ও উপন্যাস - কুইজার্ডস (Quizards)

রহস্য গল্প ও উপন্যাস কুইজ

মার্টিন লুথার কিং: বিখ্যাত উক্তি - কুইজার্ডস

বিখ্যাত উক্তি কুইজ