সিএমসি কুইজ ম্যানিয়া (CMC Quiz Mania) নেপালের অন্যতম সবচেয়ে জনপ্রিয় কুইজ প্রতিযোগিতা। অ্যাক্রেটিভ মিডিয়া লিমিটেড গত চার বছর ধরে এটি আয়োজন করে যাচ্ছে। ২০১৬ সালে এ প্রতিযোগিতাকে নিয়ে আসা হয়েছে সার্ক পর্যায়ে।
বাংলাদেশ পর্বের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করার। মূল পর্যায়ের কুইজ অনুষ্ঠিত হবে নেপালে। ফাইনালের বিজয়ী দলের জন্য পুরস্কার হিসাবে থাকছে ৫,০০০ মার্কিন ডলার। প্রথম ও দ্বিতীয় রানার-আপ দল যথাক্রমে ৩,০০০ ও ১,৫০০ মার্কিন ডলার পাবে।
নেপালের কান্তিপুর টেলিভিশন ও অস্ট্রেলিয়ার এমএনটিভিতে মূল কুইজের এপিসোডগুলো সম্প্রচারিত হবে।
এ কুইজের জন্য রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ইভেন্ট পেইজে যেতে পারেন।
সিএমসি কুইজ ম্যানিয়াঃ বাংলাদেশ পর্ব
দলের সংখ্যাঃ একটি কলেজ থেকে যেকোন সংখ্যক দল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ২০১৬ সালের এইচ.এস.সি. পরীক্ষার্থীরাও অংশগ্রহণের যোগ্য।
প্রতি দলে থাকবে ২ জন সদস্য।
রেজিস্ট্রেশন ফিঃ ফ্রি।
লিখিত পর্বের তারিখঃ ২ সেপ্টেম্বর মার্চ ২০১৬, শুক্রবার।
সময়ঃ দুপুর ২:০০ – সন্ধ্যা ৬:০০।
ভেন্যুঃ সিরডাপ (CIRDAP) অডিটোরিয়াম, চামেলী হাউজ, ১৭ তোপখানা রোড, ঢাকা ১০০০।
লিখিত পরীক্ষার বিষয়ঃ
- ইতিহাস
- ভূগোল
- সাহিত্য
- চলমান বিশ্ব
- বিজ্ঞান ও প্রযুক্তি
- খেলাধুলা
- মিউজিক ও মুভিজ
- দক্ষিণ এশিয়া
- মিক্সড
- ভিজ্যুয়াল
লিখিত পরীক্ষার ধরনঃ এম.সি.কিউ. পদ্ধতি।
লিখিত পরীক্ষার ভাষাঃ ইংরেজি।
নিয়মিত আপডেট পেতে যান আমাদের ফেসবুক ইভেন্ট পেইজে।