in

সাত বীরশ্রেষ্ঠ: মুক্তিযুদ্ধ কুইজ

সাত বীরশ্রেষ্ঠ: মুক্তিযুদ্ধ কুইজ - কুইজার্ডস

আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হলো আমাদের মুক্তিযুদ্ধ। ত্যাগ, বীরত্ব আর অমানুষিক কষ্টের কাহিনী নিয়ে রচিত হয়েছে এ অধ্যায়। তবে সবকিছু ছাপিয়ে স্বাধীনতাকামী মানুষের বিজয় অর্জনের মধ্যেই লুকিয়ে রয়েছে এর মাহাত্ম্য।

মুক্তিযুদ্ধে যদিও অবদান রেখেছেন অসংখ্য মানুষ, তাদের সবাইকে আনুষ্ঠানিক সম্মাননা দেয়া সম্ভব হয় নি বাংলাদেশের পক্ষে। যাঁরা সম্মাননা পেয়েছেন, তাঁদের মধ্যে সাত বীরশ্রেষ্ঠ সবার উপরে রয়েছেন। জীবনের মায়া ত্যাগ করে বীরত্বের যে দৃষ্টান্ত তাঁরা স্থাপন করেছেন, বাংলাদেশের ইতিহাসে তার স্থায়িত্ব চিরদিনের।

এবারের কুইজ আমাদের বীরশ্রেষ্ঠদের নিয়ে।

সাত বীরশ্রেষ্ঠ

– শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
– শহীদ সিপাহী মোস্তফা কামাল
– শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
– শহীদ সিপাহী হামিদুর রহমান
– শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
– শহীদ মোহাম্মদ রুহুল আমিন
– শহীদ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ

বিস্তারিত জানতে চান? যেতে পারেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

সাত বীরশ্রেষ্ঠ: মুক্তিযুদ্ধ কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

মার্ক জাকারবার্গ: ইন্টারনেট কোম্পানি কুইজ - কুইজার্ডস

ইন্টারনেট কোম্পানি: কার শুরু কীভাবে?

গাড়ির ব্র্যান্ড কুইজ - কুইজার্ডস

গাড়ির ব্র্যান্ড কুইজ