বাংলাদেশের ক্রিকেট-সাফল্য নিয়ে মাতামাতি দেখতে আমরা অভ্যস্ত। এ ক্রিকেটপ্রেম অবশ্য একদিনে গড়ে ওঠে নি। ১৯৮৬ সালের এশিয়া কাপে অংশগ্রহণের মধ্য দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আনুষ্ঠানিক পদার্পণ ঘটে। তবে সাধারণ মানুষের কাছে তখনো আহামরি জনপ্রিয়তা ছিলো না এ খেলার।
বিংশ শতাব্দীর নব্বই দশকের শেষ দিকে এসে ক্রিকেটের উত্থান শুরু হয় আমাদের দেশে। এরপর আশা-হতাশার চক্রে ঘুরপাক খেতে খেতে বিশ্ব ক্রিকেট ময়দানে ধীরে ধীরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। যদিও সাফল্যের ধারাবাহিকতা প্রত্যাশিতভাবে সবসময় বজায় রাখতে পারেন নি জাতীয় দলের খেলোয়াড়রা, আমরা তাঁদের উপর বিশ্বাস রেখেছি। এ বিশ্বাসকে শক্ত একটা ভিত্তি দিয়েছেন সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মোর্তজার মতো প্রতিভাবান যুবকেরা। তাঁদের দেখে উৎসাহিত হয়েছেন অনেক উঠতি ক্রিকেটার। একদিন বিশ্বকাপ জয়ের স্বপ্ন আমরা তাই দেখতেই পারি!
বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমাদের এবারের কুইজ।
Description: Bangladeshi Players Returning to Dressing Room at Sher-e-Bangla Cricket Stadium, Dhaka.
Author: Mohammed Tawsif Salam.
License: Creative Commons Attribution-Share Alike 3.0 Unported.