in , ,

কোন সংস্থার সদর দপ্তর কোথায়?

বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায়? - কুইজার্ডস (Quizards)

বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা। এ সংস্থাগুলো নানা কারণে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এদের সদর দপ্তরের অবস্থান কখনো কখনো গুরুত্বপূর্ণ প্রশ্নের বিষয় হয়ে দাঁড়ায়। কুইজার্ডসের এ আয়োজনে তাই সংক্ষেপে তুলে ধরা হয়েছে বিভিন্ন সংস্থার সদর দপ্তরের অবস্থান নিয়ে।

ইউরোপ মহাদেশ

ইউরোপে আছে বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়। ইতালির রোম, সুইজারল্যান্ডের জেনেভা ও অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান দপ্তর।

রোম

ইতালির রাজধানী রোমে রয়েছে খাদ্য ও কৃষি সংশ্লিষ্ট তিন সংস্থার প্রধান দপ্তর।

  • International Fund for Agricultural Development (IFAD)
  • Food and Agriculture Organization (FAO)
  • World Food Programme (WFP)

ভিয়েনা

অস্ট্রিয়ার রাজধানীতে আছে প্রধানত বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সদর দপ্তর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • Organization of the Petroleum Exporting Countries (OPEC)
  • United Nations Industrial Development Organization (UNIDO)
  • International Atomic Energy Agency (IAEA)
  • United Nations Office on Drugs and Crime (UNODC)

জেনেভা

সুইজারল্যান্ডের জেনেভাতে আছে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সংস্থার দপ্তর।

  • International Federation of Red Cross and Red Crescent Societies
  • United Nations Human Rights Council
  • United Nations High Commissioner for Refugees (UNHCR)
  • United Nations Conference on Trade and Development (UNCTAD)
  • International Labour Organization (ILO)
  • World Health Organization (WHO)
ইউরোপে অবস্থিত বিভিন্ন সংস্থার সদর দপ্তর - কুইজার্ডস (Quizards)

হেগ

নেদারল্যান্ডের শহর হেগ যেন বিশ্বের আদালত। আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানের আদালত যেমন: International Court of Justice (ICJ) ও International Criminal Court (ICC)। এজন্য হেগকে আন্তর্জাতিক শান্তি ও ন্যায় বিচারের শহরও (International city of peace and justice) বলা হয়। এছাড়াও আছে বিশ্ব রাসায়নিক অস্ত্র সম্পর্কিত সংস্থার (Organisation for the Prohibition of Chemical Weapons) প্রধান কার্যালয়।

ব্রাসেলস

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস বিশ্বের দুইটি শক্তিশালী জোটের কেন্দ্র। জোট দুইটি হচ্ছে:

  • North Atlantic Treaty Organization
  • European Union

এশিয়া মহাদেশ

এশিয়া মহাদেশে রয়েছে মূলত কিছু স্থানীয় সংস্থার সদর দপ্তর। যাদের মধ্যে একটা অংশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়, আরেকটি অংশ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয় দেশসমূহে পড়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল

চীন

  • Asian Infrastructure Investment Bank
  • New Development Bank

জাপান

  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়

থাইল্যান্ড

জাতিসংঘের একমাত্র সংস্থার কার্যালয় আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সংস্থার নাম ‘United Nations Economic and Social Commission for Asia and the Pacific’, যাকে সংক্ষেপে ‘ESCAP’ বলা হয়।

বাংলাদেশ

বাংলাদেশেও আছে দুইটি সংস্থার প্রধান কার্যালয়:

  • Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP)
  • Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC)

দুইটি কার্যালয়ই ঢাকায় অবস্থিত। তবে বাংলাদেশের উদ্যোগে গড়ে ওঠা সার্কের প্রধান কার্যালয় অবশ্য নেপালের রাজধানী কাঠমুন্ডুতে।

এশিয়াতে অবস্থিত বিভিন্ন সংস্থার সদর দপ্তর - কুইজার্ডস (Quizards)

মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া অঞ্চল

আরব দেশসমূহ ও মধ্য এশিয়াতে অবস্থিত উল্লেখযোগ্য সংস্থাগুলোর মধ্যে আছে ওআইসি, আরব লীগ, ডি-এইট এবং আইডিবি।

মুসলিম প্রধান দেশসমূহের সংস্থা ‘Organisation of Islamic Cooperation (OIC)’ ও এ সংস্থার উদ্যোগে গড়ে ওঠা আর্থিক প্রতিষ্ঠান ‘Islamic Development Bank (IsDB)’-এর সদর দপ্তর সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায়। এছাড়া সম্প্রতি কাতারের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করা ‘Gulf Cooperation Council (GCC)’-এর সদর দপ্তরও সৌদি আরবেই, রাজধানী রিয়াদে।

ক্রিকেট খেলার নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান কার্যালয় আরব আমিরাতের দুবাই শহরে।

মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন সংস্থার সদর দপ্তর - কুইজার্ডস (Quizards)

উত্তর আমেরিকা মহাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর আমেরিকার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ছিলো জাতিসংঘ অন্যতম প্রধান উদ্যোক্তা। এ দেশেই স্বাক্ষরিত হয়েছিলো আন্তর্জাতিক অর্থনৈতিক পুনর্গঠন সংক্রান্ত চুক্তি ব্রিটন উডস এগ্রিমেন্ট, যার মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠা পায়। তাই খুব স্বাভাবিকভাবে জাতিসংঘ ও বিশ্বব্যাংক সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে।

নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে আছে জাতিসংঘের সদর দপ্তর। জাতিসংঘের অন্যান্য উল্লেখযোগ্য সংস্থার মধ্যে রয়েছে:

  • United Nations Development Programme (UNDP)
  • United Nations Children’s Fund (UNICEF)
  • United Nations Population Fund (UNFPA)

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের কার্যালয়ও রয়েছে নিউ ইয়র্কে।

ওয়াশিংটন ডিসি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আছে বিশ্বের দুই প্রভাবশালী অর্থনৈতিক সংস্থা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদর দপ্তর। বিশ্বব্যাংক গ্রুপের সদস্য সংস্থাগুলোর কার্যালয়ও:

  • International Bank for Reconstruction and Development (IBRD)
  • International Development Association (IDA)
  • International Finance Corporation (IFC)
  • Multilateral Investment Guarantee Agency (MIGA)
  • International Centre for Settlement of Investment Disputes (ICSID)

মন্ট্রিল

কানাডার মন্ট্রিলে আছে বেসরকারি বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা  ‘International Civil Aviation Organization (ICAO)’-এর কার্যালয়।

উত্তর আমেরিকায় অবস্থিত বিভিন্ন সংস্থার সদর দপ্তর - কুইজার্ডস (Quizards)

আফ্রিকা মহাদেশ

আফ্রিকা মহাদেশে জাতিসংঘের একমাত্র সংস্থা হিসেবে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আছে জাতিসংঘ পরিবেশ সংস্থা ইউএনইপির (UNEP) কার্যালয়। এছাড়া আঞ্চলিক সংস্থা আরব লীগের কার্যালয় আছে মিশরের কায়রোতে। অন্যদিকে আফ্রিকান ইউনিয়নের কার্যালয় ইথিওপিয়ার রাজধানী ইদ্দিস আবাবায়।

আফ্রিকায় অবস্থিত বিভিন্ন সংস্থার সদর দপ্তর - কুইজার্ডস (Quizards)

What do you think?

Written by Aaqib Md Shatil

3 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ব্রিটিশ বিরোধী আইরিশ প্রেমিকা: কতটুকু সত্য, কতটুকু মিথ্যা? - কুইজার্ডস (Quizards)

ব্রিটিশ বিরোধী আইরিশ প্রেমিকা: কতটুকু সত্য, কতটুকু মিথ্যা?

আলেকজান্দ্রা এলবাকিয়ান: বিজ্ঞানের 'রবিনহুড' ইনফোগ্রাফিক - কুইজার্ডস (Quizards)

বিজ্ঞানের ‘রবিনহুড’ ইনফোগ্রাফিক