এক কথায় বলা যাক। কুইজার্ডস একটি এডুটেইনমেন্ট (Edutainment) প্লাটফর্ম। এখানে বাংলাভাষী যে কেউ মজার সাথে নতুন কিছু জানতে পারবেন।
আমরা চাই, বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে জানার আগ্রহ ছড়িয়ে পড়ুক। এ ইচ্ছা থেকেই কুইজার্ডসের শুরু।
আমাদের কন্টেন্ট
কুইজার্ডস প্লাটফর্মে মূলত তিন ধরনের কন্টেন্ট প্রকাশ করি আমরা।
আমরা বিশ্বাস করি যে, সহনশীল সমাজ গঠনে তথ্যভিত্তিক মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর প্রথম ধাপই হলো কোন বিষয় সম্পর্কে জানা। তাই আমাদের কন্টেন্টে আমরা যথাসম্ভব নির্ভরযোগ্য তথ্য ব্যবহারে সচেষ্ট থাকি।
আপনি যদি নতুন কিছু জানতে পছন্দ করেন, তাহলে এ সাইটের মাধ্যমে একটু হলেও উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস। আপনার সহযোগিতাই পারে আমাদের পথচলাকে অনুপ্রাণিত করতে।
জানার অভিযানে আমাদেরকে সাথে রাখায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের অর্জন
২০১৬ সালে “Promoting Bangladesh” প্রতিযোগিতায় কুইজার্ডস সেরা ১০টি ওয়েবসাইট ও অ্যাপের তালিকায় নির্বাচিত হয়।
২০১৬ সালের ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ডে বিনোদন ক্যাটাগরিতে স্পেশাল মেনশন অর্জন করে কুইজার্ডস।
২০১৭ সালে কুইজার্ডস জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অন্যতম বিজয়ী হয় সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য।
আমাদের সার্ভিস
কুইজার্ডস ডট কোর মাধ্যমে আমরা কিছু সার্ভিস দিয়ে থাকি। এ ব্যাপারে বিস্তারিত জানুন আমাদের সার্ভিস পেইজ থেকে।