হাবল টেলিস্কোপ বা হাবল স্পেস টেলিস্কোপকে বলা হয় নাসার (NASA) বিস্ময়বালক। মহাবিশ্বের সম্প্রসারণতত্ত্বের আবিষ্কারক বিজ্ঞানী এডুইন হাবলের নামে নামকরণকৃত এই টেলিস্কোপটি ২০১৫ সালের এপ্রিলে তার মহাশূন্য পর্যবেক্ষণের ২৫ বছর পার করেছে। ১৯৯০ সালে উৎক্ষেপিত এ টেলিস্কোপের নকশা করা হয়েছিলো ১০-১৫ বছরের উপযোগী করে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দীর্ঘ সময় ধরে হাবল টেলিস্কোপ মানবজাতিকে উপহার দিয়ে গেছে মহাশূন্যের অসংখ্য মূল্যবান ছবি। নাসার তথ্যমতে, আরো ১০-১৫ বছর কাজ করে যেতে পারবে এটি। অবশ্য এ টেলিস্কোপের যাত্রা সমস্যাহীন ছিলো না। বহু প্রতিকূলতার মধ্য দিয়ে মহাকাশ গবেষণার এ অমূল্য সম্পদ এখন পর্যন্ত টিকে রয়েছে।
আজকের কুইজে এডুইন হাবলের স্মৃতি বহনকারী টেলিস্কোপ নিয়ে থাকছে দশটি প্রশ্ন।
হাবল টেলিস্কোপ: ৫ তথ্য
উৎক্ষেপণের সময়: ২৪ এপ্রিল ১৯৯০
কাজ শুরু করার সময়: ২৫ এপ্রিল ১৯৯০
প্রথম ছবি: ২০ মে ১৯৯০
ব্যবহৃত শক্তি: সৌরশক্তি (২টি ২৫ ফুট সোলার প্যানেল)
ব্যাটারির ক্ষমতা: ২০টি কার (Car) ব্যাটারির সমান