in ,

মুঘল সাম্রাজ্য কুইজ: প্রথম পর্ব

মানব সভ্যতার ইতিহাসে আমরা যতগুলো পরাক্রমশালী সাম্রাজ্যকে দেখেছি, সেগুলোর মধ্যে মুঘল সাম্রাজ্য অন্যতম। এ সাম্রাজ্য প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করেছে বাংলাসহ ভারতবর্ষের এক বিশাল ভূ-খন্ডের বিপুল জনগোষ্ঠীর ওপর। মধ্যএশীয় মুঘল শাসকদের সাথে সাথে এ উপমহাদেশে প্রবেশ করেছিলো মধ্য এশিয়া, আরব ও পারস্য সংস্কৃতির নানা উপাদান। আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে স্থাপত্যধারায় মুঘলদের অভিজাত রুচি ও বনেদি সংস্কৃতির ছাপ এখনো লক্ষ করা যায়। এ সাম্রাজ্যের শাসকরাও ছিলেন ব্যাপক জনপ্রিয়।

মুঘল সাম্রাজ্য, সম্রাট, সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে পাঁচমিশালি কুইজ সিরিজের প্রথম পর্ব থাকছে আজ।

মুঘল সাম্রাজ্য: এক নজরে তাজ মহল

নির্মাণকাল: ১৬৩১-১৬৫৩

নির্মাতা: সম্রাট শাহ জাহান (স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে)

নির্মাণব্যয়: ৩২ কোটি রুপি

স্থাপত্যের ধরন: মুঘল (পার্সিয়ান, ইসলামিক ও ভারতীয় ধরনের মিশ্রণ)

অবস্থান: ভারতের উত্তর প্রদেশে (আগ্রা)

তাজ মহল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে

দেখা যাক আপনার জ্ঞান কতোটা মোঘলাই!

১৭৩৯ সালে মুঘল রাজধানী দিল্লি আক্রমণ করেছিলেন একজন বিখ্যাত ফারসি বিজেতা, যাকে অনেক ইতিহাসবিদ ভূষিত করেন "পারস্যের নেপোলিয়ন" বা "দ্বিতীয় আলেকজান্ডার" উপাধিতে। কে তিনি?
সঠিক!
ভুল!

-

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর উত্তরাধিকারসূত্রে কোন অঞ্চলের শাসক হয়েছিলেন?
সঠিক!
ভুল!

-

মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগের শেষ প্রান্তে ১৬৮০ সাল থেকে ১৭০৭ সাল পর্যন্ত সংগঠিত হয়েছিলো দাক্ষিণাত্যের যুদ্ধ (Deccan Wars)। এই যুদ্ধ মূলত মুঘলদের সাথে কাদের লড়াই ছিলো?
সঠিক!
ভুল!

-

ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠার মাত্র ১৪ বছরের মাথাতেই ১৫৪০ সালে মুঘলরা কার কাছে পরাজয় বরণ করে বিতাড়িত হয়?
সঠিক!
ভুল!

-

শেষ মুঘল সম্রাট ছিলেন কে?
সঠিক!
ভুল!

-

সম্রাট আকবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
সঠিক!
ভুল!

-

ভারতবর্ষের কোন শহর মুঘল শাসনামলে শাহজাহানাবাদ নামে পরিচিত ছিলো?
সঠিক!
ভুল!

-

তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
সঠিক!
ভুল!

-

মুঘল বাদশাহদের বাসভবন ছিলো নিচের কোনটি?
সঠিক!
ভুল!

-

১৭৫৭ সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ-ঊদ-দৌলার পতন ঘটে, তখন দিল্লির মসনদে কে ছিলেন?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

মুঘল সাম্রাজ্য কুইজ: প্রথম পর্ব I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Minhaz Chowdhury

এস ও এস হারম্যান মেইনার কলেজে পড়াশোনা করেছি। বিতর্ক ও কুইজ - আমার কাছে কৈশোরে আসা দুইটি ভালোবাসা, যা এখনো টিকে রয়েছে। কুইজিংয়ের প্রতি এ ভালোবাসা থেকেই জ্ঞানের ক্ষুদ্র পরিসর নিয়েও কুইজার্ডসের সাথে যুক্ত হওয়া।

One Comment

হগওয়ার্টস স্কুল কুইজ - কুইজার্ডস

হ্যারি পটার কুইজ: দ্বিতীয় পর্ব

মিউজিক্যাল ফিল্ম কুইজ: গানের ছবি, ছবির গান