প্রতিটা অসাধারণ সৃষ্টির পেছনে একটা অজানা গল্প থাকে। ব্যক্তিগত অভিজ্ঞতা হোক, অন্য কারো গল্প থেকে হোক, কিংবা হোক সামাজিক বা রাজনৈতিক কোন ইস্যু – শিল্পীরা ঠিকই অনুপ্রেরণা খুঁজে নেন নিজেদের মতো করে। আমাদের দৈনন্দিন জীবনের নানা ঘটনা থেকে প্রেরণা খুঁজে নিয়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে অসংখ্য গানের। ডন ম্যাকলীনের (Don Mclean) “Vincent” কিংবা টেইলর সুইফটের (Taylor Swift) “White Horse” এরকম গানের উদাহরণ মাত্র। “Vincent” গানটি লেখা হয়েছিলো মহান চিত্রকর ভিনসেন্ট ভ্যানগগের জীবনের উপর ভিত্তি করে, তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। আর “White Horse” গানের ইতিহাস তো আমরা সবাই জানি!
কালের পরিক্রমায় অনেক গান হারিয়ে যায়। কিন্তু কিছু কিছু গান আমাদের মনে জায়গা করে নেয় চিরকালের জন্য। এমন কিছু কালজয়ী গানের পেছনের গল্প নিয়েই আমাদের আজকের কুইজ। বিখ্যাত কিছু গানের প্রেক্ষাপট বলে দিয়েছি আমরা। আপনাদের বলতে হবে কোন গানের কথা বলছি।
গানের ইতিহাস কুইজ: স্কোরের ছবি কৃতজ্ঞতা
স্করপিয়নস: Thesupermat/CC BY-SA 3.0
ফ্রেডি মারকিউরি: Carl Lender/Flickr/CC BY 2.0