বৈচিত্র্যময় আমাদের পৃথিবী, বৈচিত্র্যময় পৃথিবীর সংস্কৃতি। কোন দেশ বা এলাকার সংস্কৃতির দিকে তাকালে সে দেশ বা এলাকার মানুষের ইতিহাস ও জীবন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। এ কারণেই অন্য দেশ ও জায়গা ভ্রমণ করার মধ্য দিয়ে নতুন কিছু জানা সম্ভব। এ নতুন অভিজ্ঞতা মনের বিকাশের জন্য বড় ভূমিকা রাখতে পারে। সাথে ঘোরাঘুরির আনন্দ তো রয়েছেই! নানা দেশের নানা সংস্কৃতি নিয়ে আমাদের এবারের কুইজ। সারা বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের উপর দশটি প্রশ্ন থাকছে আপনার জন্য।
নানা দেশের নানা সংস্কৃতি: ছবি পরিচিতি
উপরের ছবিতে যে বিশেষ ধরনের নৌকা দেখা যাচ্ছে, তার নাম গন্ডোলা। শত শত বছর ধরে দ্বীপের নগরী ভেনিসে যাতায়াতের প্রধান বাহন হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এমন নৌকা। এ নৌকার চালকরা গন্ডোলিয়ার নামে পরিচিত। যে কেউ অবশ্য গন্ডোলা চালানোর অনুমতি পায় না। এজন্য প্রয়োজন হয় লাইসেন্সের। প্রায় ৪০০ ঘণ্টার মতো প্রশিক্ষণ নিতে হয় ইচ্ছুক ব্যক্তিকে। তবে বছরে মাত্র ৩-৪ টি গন্ডোলিয়ার লাইসেন্স অনুমোদিত হয়। মাঝি হওয়া সহজ নয় ভেনিসে!
বর্তমান সময়ে ফেরির বহুল ব্যবহারের কারণে গন্ডোলার ভূমিকা সীমিত হয়ে এলেও ঐতিহ্যবাহী এ জলযানের মর্যাদা এখনো কমে যায় নি। মূলত পর্যটকদের কাছে এর আকর্ষণ সবচেয়ে বেশি। জেমস বন্ড সিরিজের Moonraker মুভিটি কখনো দেখেছেন? দেখে থাকলে এ মুভিতে রজার মুরের অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গন্ডোলা অ্যাকশন আপনার মনে থাকার কথা। বাস্তবে এমন অ্যাকশন ভেনিসে দেখা না গেলেও গন্ডোলা রেসের ব্যবস্থা রয়েছে।
2 Comments
Leave a Reply