দেখতে দেখতে ২০১৪ সাল চলে গেলো। ঘটনা-দুর্ঘটনা মিলিয়ে বছরটা একেকজনের জন্য একেক রকম ছিলো। তবে বিজ্ঞান ও প্রযুক্তির নানা শাখায় যাঁরা কাজ করেন, তাদের জন্য উল্লেখযোগ্য অনেক ঘটনাই ঘটেছে এ সময়ের মধ্যে। কেমন ছিলো বিজ্ঞান ও প্রযুক্তি ২০১৪?
পুরো বছরের সব ঘটনার মধ্যে সেরা দশটি ঘটনা বাছাই করা সহজ নয়। বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বেলায় এ ধরনের নির্বাচন আরো কঠিন। তাই আমরা যে দশটি বৈজ্ঞানিক কীর্তি বর্তমান ইনফোগ্রাফিকে অন্তর্ভুক্ত করেছি, সেগুলোকে শ্রেষ্ঠত্বের দিক থেকে না দেখে নির্দিষ্ট ক্ষেত্রে তাদের দীর্ঘমেয়াদী প্রভাবের উপর গুরুত্ব দিয়েছি।
লক্ষ করুনঃ
১. আপনি যদি মোবাইল ব্যবহারকারী হন, তাহলে ইনফোগ্রাফিকটি দেখতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ইনফোগ্রাফিকের তথ্যগুলো দেখতে পারেন নিচে।
২. বর্তমানে ইনফোগ্রাফিকটি ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এ পোস্টের নিচের অংশে ডাউনলোড অপশন পাবেন।
[tabby title=”তথ্যসূত্র”]
১. ধুমকেতুতে অবতরণঃ ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইউটিউব ভিডিও)।
২. ডাইনোসরের বিবর্তনঃ সায়েন্স ম্যাগাজিন।
৩. বেটা সেলঃ হার্ভার্ড ম্যাগাজিন।
৪. অপটোজেনেটিক্সঃ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
৫. নতুন নিউক্লিওটাইডঃ নেচার জার্নাল।
৬. জিডিএফ – ১১ প্রোটিনঃ সায়েন্স ম্যাগাজিন।
৭. কিলোবটঃ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ইউটিউব ভিডিও)।
৮. ফটোসিনথেসিস হ্যাকঃ নেচার ম্যাগাজিন।
৯. নিউরোসিন্যাপটিক চিপঃ আইবিএম।
১০. ব্ল্যাক সি ডেভিল মাছঃ মন্টারে বে অ্যাকুয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউট (ইউটিউব ভিডিও)।
[tabbyending]
বিজ্ঞান ও প্রযুক্তি ২০১৪: ইনফোগ্রাফিক ডাউনলোড
[ddownload id=”7974″ class=”button” text=”ডাউনলোড”]
আমরা চেষ্টা করেছি ইনফগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।