in ,

যুদ্ধ ও বিদ্রোহ কুইজ

সভ্যতার শুরু থেকে মানুষ নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য কিংবা অন্যের শোষণ থেকে মুক্তি পেতে যুদ্ধ ও বিদ্রোহের আশ্রয় নিয়ে এসেছে। পৃথিবীর ইতিহাস তাই অনেকাংশেই যুদ্ধের ইতিহাস।

একেক সংঘাতের ধরন ও ফলাফল একেক রকম। তবে তাদের প্রাথমিক উদ্দেশ্যগুলোতে রয়েছে যথেষ্ট মিল। সময়ের সাথে যুদ্ধের ক্ষতিকর দিকগুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে। বিশেষ করে বিংশ শতাব্দীতে মানুষ এ ব্যাপারে সবচেয়ে সচেতন হয়েছে। কিন্তু ভবিষ্যতেও ক্ষমতার দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে কেউ শক্ত দাবী করতে পারেন না।

পরিচিত ও প্রায় অপরিচিত কিছু যুদ্ধ ও বিদ্রোহ নিয়ে আজকের কুইজের প্রশ্নগুলো করা হয়েছে। তবে ব্যাপকতার কথা চিন্তা করে দুই বিশ্বযুদ্ধের উপর কোন প্রশ্ন রাখা হয় নি।

স্নেক যুদ্ধ অনুষ্ঠিত হয় কোথায়? স্নেক ইন্ডিয়ানদের বিরুদ্ধে পরিচালিত হবার কারণে এমন নামকরণ করা হয় এর।
সঠিক!
ভুল!

-

মেসিডনের রাজা পঞ্চম ফিলিপ নেতৃত্ব দিয়েছিলেন _____ যুদ্ধে। কিন্তু রোমানদের হস্তক্ষেপে রোডিয়ানদের বিরুদ্ধে হেরে যান তিনি।
সঠিক!
ভুল!

-

পেলোপনেসিয়ার যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন দুই পক্ষের মধ্যে? খ্রিস্টপূর্ব ৪৩১ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৪০৪ অব্দ পর্যন্ত চলেছিলো এ যুদ্ধ।
সঠিক!
ভুল!

-

কোন যুদ্ধের মাধ্যমে ইউরোপে রাশিয়ান সাম্রাজ্যের শক্ত ভিত তৈরি হয়? সুইডিশ আধিপত্যের বিরুদ্ধে কয়েকটি দেশ একত্রিত হয় এতে।
সঠিক!
ভুল!

-

শতবর্ষব্যাপী যুদ্ধের (১৩৩৭ - ১৪৫৩) দুই পক্ষ কারা? বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে এর অবসান ঘটে।
সঠিক!
ভুল!

-

বিখ্যাত ফরাসি বিপ্লব প্রত্যক্ষভাবে শুরু হয় _____ সালে।
সঠিক!
ভুল!

-

কততম আফিম যুদ্ধে চীনের বিরুদ্ধে ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্য জোট বাঁধে?
সঠিক!
ভুল!

-

আশি বছরের যুদ্ধ (১৫৬৮ - ১৬৪৮) একটি দেশের স্বাধীনতা নিশ্চিত করে। দেশটির নাম -
সঠিক!
ভুল!

-

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত অনুষ্ঠিত বিখ্যাত একটি যুদ্ধ হলো -
সঠিক!
ভুল!

-

ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩ - ১৮৫৬) পরাজয় ঘটে কোন দেশের?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

যুদ্ধ ও বিদ্রোহ কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

One Comment

অলিম্পিক ইতিহাস কুইজ - কুইজার্ডস

অলিম্পিক গেমসের ইতিহাস: খেলাধুলা কুইজ

মার্ক জাকারবার্গ: ইন্টারনেট কোম্পানি কুইজ - কুইজার্ডস

ইন্টারনেট কোম্পানি: কার শুরু কীভাবে?