কমিকসের জগতে মার্ভেল আর ডিসি কমিকসের রাজত্ব সুপ্রতিষ্ঠিত। এ বিখ্যাত কমিকস প্রকাশনা সংস্থা দুইটি বছরের পর বছর ধরে বিখ্যাত সব কমিকস চরিত্র পৌঁছে দিয়েছে সারা বিশ্বের কমিকসপ্রেমীদের কাছে। তবে চরিত্রগুলোর উন্নয়নে কোম্পানিগুলো ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। তাই বৈচিত্র্য থেকে গেছে সবসময়ই। তাছাড়া, চরিত্রগুলোর ক্ষমতা আর ব্যক্তিত্বের পার্থক্য তৈরি করে দিয়েছে দুই ধরনের ভক্তকুল। তাই কোন কমিকস প্রকাশনাটি সেরা তা নিয়ে বিতর্ক লেগেই থাকে ভক্তদের মধ্যে!
বিংশ শতাব্দীর ত্রিশের দশকে যাত্রা শুরু করা মার্ভেল আর ডিসির কিছু জনপ্রিয় চরিত্র নিয়ে আমাদের প্রথম কমিকস কুইজ। এ কুইজে থাকছে দশটি কমিকস চরিত্রের নাম – প্রতিটা কমিকস থেকে পাঁচজন করে নেয়া হয়েছে। আপনাকে শুধু বলতে হবে চরিত্রগুলো কোন কমিকস প্রকাশনার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে।
এ কুইজে অবশ্য কোন ভিলেন/খলচরিত্র থাকছে না।