‘Mona Lisa’ কোন শিল্পীর আঁকা? উত্তরটা বলার কোন প্রয়োজন নেই আসলে। লিওনার্দো দা ভিঞ্চির এ বিখ্যাত ছবি অনেকটাই তাঁর নামের সমার্থক হয়ে আছে। একে নিয়ে আজ পর্যন্ত যে পরিমাণ গবেষণা আর আলোচনা হয়েছে, তা অন্য কোন ছবিকে নিয়ে হয়েছে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে।
আমাদের এবারের কুইজ পৃথিবীর অন্যান্য বিখ্যাত ছবি নিয়ে। তবে কোন ছবির তাৎপর্য কিংবা ধরন নির্ধারণ করা এ কুইজের বিষয়বস্তু নয়। দশটি ছবি দেয়া রয়েছে। আপনাকে শুধু ছবির নাম চিহ্নিত করতে হবে। কুইজটি খেলার পর হয়তো এদের চিত্রশিল্পীদের নিয়ে আগ্রহী হয়ে উঠবেন!
বিখ্যাত ছবি: দি স্কুল অব অ্যাথেন্স
উপরের ছবিটি রেনেসাঁর বিখ্যাত শিল্পী রাফায়েলের আঁকা “The School of Athens” নামের ম্যুরাল ছবি। ছবিতে প্লেটো, অ্যারিস্টটল, পিথাগোরাস, টলেমিসহ বিভিন্ন সময়ের সেরা চিন্তাবিদদের দেখা যায়। ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্রাসাদে এ ম্যুরাল ছবি এঁকেছিলেন রাফায়েল। রেনেসাঁর সময়ের চিন্তাভাবনার প্রতীক হিসাবে ছবিটির গুরুত্ব অনেক।