ইএমকে ক্রিসমাস কুইজে আপনাকে স্বাগতম। ২০২৪ সাল জুড়ে ইএমকে সেন্টারের সহায়তায় কুইজার্ডস আয়োজন করছে পপ কালচার কুইজ ২০২৪। ক্রিসমাস কুইজ তার ষষ্ঠ পর্ব।
কুইজের নিয়ম খুব সহজ, তিন মিনিটে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা তিনজনকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পাঁচশ টাকা করে দেয়া হবে।
তাই মনে করে কুইজ শেষে নিজের নাম ও ফোন নম্বরটি দিতে ভুলবেন না!
কুইজটি চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এরপর কুইজটিতে অংশ নিলেও পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
1.
ক্রিসমাসের পরের দিনটিকে কী নামে ডাকা হয়?
2.
ক্রিসমাস ট্রুস (Christmas Truce) কোন যুদ্ধের সাথে সম্পর্কিত?
3.
কোন মার্কিন প্রেসিডেন্ট ক্রিসমাসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেছিলেন?
4.
বিখ্যাত কবিতা A Visit from St. Nicholas কার লেখা?
5.
নিউ ইয়র্ক সিটির বিশ্ববিখ্যাত ক্রিসমাস গাছ কোথায় রাখা হয়?
6.
ক্রিসমাসের কোন বিখ্যাত গান মূলত থ্যাংকসগিভিং ডে-কে উদ্দেশ্য করে লেখা হয়েছিল?
7.
আমেরিকায় কতগুলো শহরের নাম 'ক্রিসমাস'?
8.
উত্তর আমেরিকার আনুষ্ঠানিক ক্রিসমাস ফুল কী?
9.
যুক্তরাষ্ট্রে ক্রিসমাস গাছ হিসেবে কোন ধরণের গাছ বেশি ব্যবহার করা হয়?
10.
১৮৮৬ সালের ক্রিসমাসে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কী উপহার দিয়েছিল?