বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছরের মাথায়, ১৯৭৪ সালে, এক ভয়াবহ দুর্ভিক্ষ অবস্থা তৈরি হয় দেশে। সরকারের পক্ষ থেকে ২৭ হাজার মানুষ মারা গেছে দাবি করা হলেও, গবেষক মহিউদ্দিন আলমগীরের হিসাবে সেই বছর ও তার পরের বছর দুর্ভিক্ষের প্রভাবে পনের লক্ষের বেশি মানুষ মারা যায় বলে দাবি করা হয়।
চুয়াত্তরের ভয়াবহ সেই দুর্ভিক্ষ নিয়ে এই কুইজ।
-
Question of 10
কোন নোবেলজয়ী অর্থনীতিবিদ দেখিয়েছিলেন বাংলাদেশের চুয়াত্তরের দুর্ভিক্ষ খাদ্যের অভাবে নয়, বরং খাদ্য সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে সংঘটিত হয়েছিল?
-
জোসেফ স্টিগলিৎজ
-
অমর্ত্য সেন
-
অভিজিৎ ব্যানার্জি
-
-
Question of 10
নীচের কোন বইর মূল আলোচ্য বিষয় চুয়াত্তরের দুর্ভিক্ষ?
-
Wellbeing, Freedom and Social Justice
-
Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation
-
The Capability Approach: Concepts, Measures and Applications
-
-
Question of 10
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ দেশের কোন অঞ্চলে সহায়তা করতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির কারণে ফেরত আসতে বাধ্য হন?
-
সিংগাইর
-
রৌমারি
-
শাল্লা
-
-
Question of 10
অমর্ত্য সেন তার বইতে দুর্ভিক্ষের কারণে বাংলাদেশের একটি অঞ্চলে তিন মাসে আশি হাজার থেকে এক লক্ষ মানুষের মৃত্যুর কথা লিখেছেন। কোন অঞ্চলের কথা বলা হয়েছিল?
-
মানিকগঞ্জ
-
সিলেট
-
রংপুর
-
-
Question of 10
চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে সাংবাদিক জন পিলজার যেই ডকুমেন্টারি তৈরি করেছিলেন তার নাম কী?
-
A Poignant Tale
-
An Unfashionable Tragedy
-
Poverty and Famines
-
-
Question of 10
কোন দেশে পাট রপ্তানি করায় যুক্তরাষ্ট্র সে বছর বাংলাদেশে খাদ্য সহায়তা সাময়িকভাবে বাতিল করেছিল?
-
কিউবা
-
ইরান
-
ফিলিস্তিন
-
-
Question of 10
দুর্ভিক্ষ অবস্থা তৈরির আগে কোন প্রাকৃতিক দূর্যোগ হয়েছিল বাংলাদেশে যা দুর্ভিক্ষ অবস্থা তৈরিতে ভূমিকা রাখে?
-
ঘূর্ণিঝড়
-
বন্যা
-
খরা
-
-
Question of 10
১৯৭৪ সালের আলোচিত আলোকচিত্রের চরিত্র বাসন্তীর বাড়ি কোন জেলায়?
-
রংপুর
-
দিনাজপুর
-
কুড়িগ্রাম
-
-
Question of 10
গবেষণায় দেখা গেছে শহরের মাত্র ৯% জনসংখ্যার জন্য অধিকাংশ খাদ্য বরাদ্দ করায় গ্রামে প্রচুর মানুষ মারা যায় দুর্ভিক্ষে। কত শতাংশ খাদ্য শহরের মানুষের জন্য বরাদ্দ করা হয়?
-
প্রায় ৭০%
-
প্রায় ৫০%
-
প্রায় ৬০%
-
-
Question of 10
কোন বহুজাতিক সাহায্য সংস্থার এশিয়া প্রধান ১৯৭৪ সালে যুক্তরাজ্যের মানুষকে একদিন মাংস খাওয়া বাদ দিয়ে সেই অর্থ বাংলাদেশের জন্য দান করার আহ্বান জানিয়েছিলেন?
-
রেড ক্রস
-
অক্সফাম
-
সেভ দি চিলড্রেন
-