in , ,

ফিলিস্তিন সংকট নিয়ে পাঁচটি উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের রাজনীতি, অর্থনীতি ও বিশ্ব রাজনীতি নিয়ে তৈরি হয়েছে অসংখ্য প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র। এই প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে যেগুলো থেকে এই বিশ্ব ইতিহাসের এই জটিল সংকট সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া সম্ভব, এমন পাঁচটির কথা তুলে ধরা হলো এখানে।

যেভাবে যুক্তরাজ্য শুরু করেছিল ফিলিস্তিন-ইসরায়েল সংকট

আজকের ফিলিস্তিন অঞ্চলটি বহু সাম্রাজ্যের হাতবদলের পরিক্রমায় অটোমান সাম্রাজ্যের দখলে আসে ১৫১৬ সালে। এরপর থেকে প্রায় চারশো বছর অটোমান সাম্রাজ্যের অধীনেই ছিল এই ভূখণ্ড। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাজ্য ও ফ্র্যান্সের মধ্যকার সাইকস-পাইকট চুক্তির অধীনে অটোমান সাম্রাজ্যকে হটিয়ে ফিলিস্তিন দখলে নেয় যুক্তরাজ্যের সেনাবাহিনী এবং এই ভূখণ্ডটির নাম দেয়া হয় ম্যান্ডেটরি প্যালেস্টাইন, যার নিয়ন্ত্রণে ছিল যুক্তরাজ্য। এদিকে যুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ঘোষণা দিয়েছিলেন ফিলিস্তিনে ইহুদী সম্প্রদায়ের জন্য একটি দেশ প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের সমর্থনের।

এই ইতিহাস এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ উঠে এসেছে কিউরিওসিটি স্ট্রিমের “Promises & Betrayals: Britain and the Struggle for the Holy Land” প্রামাণ্যচিত্রে।

আল-নাকবা, ফিলিস্তিনের দুর্যোগ

ইসরায়েলের স্বাধীন রাষ্ট্র ঘোষনার প্রেক্ষাপটে স্থানীয় ফিলিস্তিনিদের উপর নেমে আসে স্থানীয় ইসরায়েলি স্বাধীনতাকামীদের চোরাগুপ্তা হামলা ও অত্যাচারের খড়্গ। এক পর্যায়ে ১৯৪৮ সালে শুরু হয় আরব-ইসরায়েল যুদ্ধ। পশ্চিম তীরের দখল নেয় জর্ডান, মিশরের সীমান্তবর্তী গাজা উপত্যকা দখল করে মিশর। বাকি পুরো ফিলিস্তিন ভূখণ্ডই চলে যায় ইসরায়েলের নিয়ন্ত্রণ করে।
জীবন বাঁচাতে ফিলিস্তিনিদের ছেড়ে যেতে হয় নিজেদের জমি, বাড়ি-ঘর। সেখানেই গড়ে ওঠে ইসরায়েলের নাগরিকদের বসতি। এই গল্প নিয়েই আল জাজিরা তৈরি করেছে চার পর্বের এই প্রামাণ্যচিত্রটি, নাম Al-Nakba: The Palestinian catastrophe। নাকবা শব্দটির অর্থ দুর্যোগ।

 

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের লড়াই শুরু

প্রাথমিকভাবে ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের কোন সাংগঠনিক রূপ ছিল না। নতুন প্রেক্ষাপটে ধীরে ধীরে ফিলিস্তিনি ছাত্র-জনতা গড়ে তোলে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেসন (পিএলও), যার প্রধান নেতা হিসেবে দৃশ্যপটে আবির্ভাব ঘটে ইয়াসির আরাফাতের। পিএলও’র রাজনীতি, উত্থান-পতন, ষড়যন্ত্র, আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা, জর্ডানের রাজপরিবারের সাথে বিরোধ এবং জর্ডান থেকে বিতাড়িত হওয়াসহ নানা ঘটনাপ্রবাহ নিয়ে আল জাজিরা তৈরি করেছে প্রামাণ্যচিত্র PLO: History of a Revolution।

 

যে ছয়দিনে বদলে যায় ফিলিস্তিনের মানচিত্র

১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধে আরব দেশগুলোর শোচনীয় ব্যর্থতার প্রায় বিশ বছর পর মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের আরব জাতীয়তাবাদের স্লোগানে উদ্বুদ্ধ মিশরের সেনারা জড়ো হয় ফিলিস্তিনের সীমান্তবর্তী সিনাই মরুভূমি অঞ্চলে। আরব বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে যুদ্ধ প্রস্তুতির খবর। এমন অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই মিশরের সেনাবাহিনীর অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। শুরু হয় ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধ।

কিন্তু মাত্র ছয় দিনেই সিরিয়া, জর্ডান, মিশর, ইরাক, সৌদি আরব ও লেবাননের সেনাবাহিনী পর্যুদস্ত হয় ইসরায়েলের সেনাদের হাতে। মিশর হারায় সিনাই অঞ্চল, সিরিয়ার হাতছাড়া হয় গোলান অঞ্চল, জর্ডান হারায় পশ্চিম তীরের নিয়ন্ত্রণ।

এই যুদ্ধের ইতিহাস নিয়েই আল জাজিরা তৈরি করেছে Six days that changed the Middle East: The ’67 Arab-Israeli War প্রামাণ্যচিত্র

নেতানিয়াহুর যুদ্ধ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, কট্টর ডানপন্থী লিকুদ পার্টির নেতা হিসেবে ইসরায়েলের জনগণের একাংশকে কট্টর ফিলিস্তিনবিরোধী হিসেবে গড়ে তোলায় যেমন ভূমিকা রেখেছেন, তেমনিভাবে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের মধ্যস্ততায় ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন ও ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের মধ্যকার অসলো চুক্তি ভন্ডুলেও।

নেতানিয়াহুর জীবন, উত্থান এবং তার রাজনৈতিক আদর্শের সাথে ফিলিস্তিন ভূখণ্ডের আজকের সংকট জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তাকে নিয়ে তৈরি ফ্রন্টলাইনের Netanyahu at War প্রামাণ্যচিত্রে উঠে এসেছে আরব-ইসরায়েল যুদ্ধ, অসলো চুক্তি, ফিলিস্তিনিদের প্রতিরোধ ইন্তিফাদা এবং ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাবের পেছনের গল্প।

What do you think?

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওপেনহাইমার কুইজ

৫ নভেম্বর, রাষ্ট্রদ্রোহ কিংবা প্রতিবাদের গল্প