প্রাচীন সভ্যতার নিদর্শন সম্পর্কে আমাদের মনে জাগে নানা কৌতূহল। এই কুইজটি প্রাচীন বিভিন্ন নিদর্শন নিয়ে, যেগুলোর অনেকগুলো সম্পর্কে আমরা খুব কমই জানি, কিংবা ততটা আলোচনা হয় না। কুইজটি খেলে জেনে নিন এই নিদর্শনগুলো সম্পর্কে।
-
Question of
জিগান্তিয়া, স্থানীয় ভাষায় দানবী, নামে পরিচিত এই প্রাচীন সভ্যতার নিদর্শনটি আছে ভূমধ্যসাগরীয় একটি দেশে। দেশটির নাম কী?
-
মাল্টা
-
স্পেন
-
সাইপ্রাস
-
-
Question of
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি পাহাড়ের চূড়ায় আছে পৃথিবীর সম্ভাব্য সবচেয়ে পুরনো এই মানব বসতি এবং পিরামিডের অবস্থান। নাম কী স্থানটির?
-
গুনাং পাদাং
-
নান মাদোল
-
বুগারামা
-
-
Question of
বিজ্ঞানীদের দাবী ইস্পাত যুগে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে গড়ে তোলা হয়েছিল খাট শেবিব নামে এই নিদর্শনটি। এটি কোন দেশে অবস্থিত?
-
জর্ডান
-
বাহরাইন
-
কাতার
-
-
Question of
তুরস্কে খুঁজে পাওয়া এই নিদর্শনটিকে অনেক বিজ্ঞানী দাবী করেন প্রাচীনতম মন্দির হিসেবে। নিদর্শনটির নাম কী?
-
গোবেকলি টেপি
-
কারাহান টেপি
-
কুর্ট টেপি
-
-
Question of
১৯১৮ সাল পর্যন্ত এই যুক্তরাজ্যের এই প্রাচীন নিদর্শনটির মালিক ছিলেন ব্যারিস্টার সেসিল চুব ও তার স্ত্রী মেরি চুব।
-
স্টোনহেঞ্জ
-
ক্রেসওয়েল ক্র্যাগস
-
কেন্টস ক্যাভার্ন
-
-
Question of
হাম্মুরাবির আইনের জন্ম এই সভ্যতা থেকে। সভ্যতাটির নাম কী এবং কোথায় অবস্থিত?
-
ব্যাবিলনিয়া, ইরাক
-
সুমেরিয়া, ইরাক
-
আসিরীয়, সিরিয়া
-
-
Question of
চীনের প্রথম সম্রাটের সমাধির পাহাড়ায় তৈরি করা হয়েছিল আট হাজার টেরাকোটার সেনাবাহিনী। চীনের কোন শহরে পাওয়া গেছে নিদর্শনটি?
-
জিয়ান
-
সাংহাই
-
হাংঝোউ
-
-
Question of
উত্তর আমেরিকা মহাদেশে মাটির তৈরি এই কৃত্রিম পাহাড়টি সেরপেন্ট মাউন্ড নামে পরিচিত। নিদর্শনটি কোথায় অবস্থিত?
-
যুক্তরাষ্ট্র
-
কানাডা
-
মেক্সিকো
-
-
Question of
গ্রিসে ডেলফিতে পাওয়া গেছে প্রাচীন সভ্যতার অংশ এই মন্দিরটি। এর নাম কী?
-
টেম্পেল অফ অ্যাপোলো
-
টেম্পেল অফ জিউস
-
টেম্পেল অফ ওডিন
-
-
Question of
ব্রোঞ্জ যুগের প্রাচীন সভ্যতা হরপ্পা ও মহেঞ্জোদারো গড়ে উঠেছিল সিন্ধু নদীর অববাহিকায়। সভ্যতা দুইটি এখন কোন দেশে অবস্থিত?
-
পাকিস্তান
-
ভারত
-
আফগানিস্তান
-