নোবেল পুরস্কারের ইতিহাসে মরণোত্তর পুরস্কার দেবার ঘটনা শুধু দুইবার ঘটে। ১৯৬১ সালে বিমান দুর্ঘটনায় নিহত জাতিসংঘের মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড শান্তিতে মরণোত্তর সম্মাননায় ভূষিত হন। তারও বহু আগে ১৯৩১ সালে সাহিত্যে এমন উদাহরণ প্রথম স্থাপিত হয়। সে সময় পুরস্কারটি পেয়েছিলেন সুইডিশ কবি -
সঠিক!
ভুল!
-
জার্মান সাহিত্যিক _____ নোবেল জয় করেন ১৯২৯ সালে। 'Buddenbrooks', 'Death in Venice' আর 'The Magic Mountain' এ পুরস্কারের পেছনে বড় ভূমিকা রেখেছিলো।
সঠিক!
ভুল!
-
সেলমা লাগেরলফ হলেন ইতিহাসের প্রথম নোবেলজয়ী নারী সাহিত্যিক। ১৯০৯ সালে এ কীর্তি গড়েন তিনি। 'Gösta Berlings Saga' তাঁর প্রথম ও শ্রেষ্ঠ বই। কোন দেশের লেখক ছিলেন সেলমা?
সঠিক!
ভুল!
-
১৯৮২ সালে নোবেল পুরস্কার পান তিনি। 'One Hundred Years of Solitude' তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য রচনা।
সঠিক!
ভুল!
-
বরিস পাস্তের্নাক নোবেল জিতেছিলেন ১৯৫৮ সালে। কিন্তু পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন তিনি। কী কারণে?
সঠিক!
ভুল!
-
"for his narrative mastery, which with great sensibility expresses the essence of the Japanese mind"
তাঁকে নোবেল পুরস্কার দেবার কারণ হিসাবে এটাই উল্লেখ করে পুরস্কার কমিটি। প্রথম জাপানি ও দ্বিতীয় এশিয়ান সাহিত্যিক হিসাবে ১৯৬৮ সালে এ সম্মাননা পান তিনি। কার কথা বলা হচ্ছে?
তাঁকে নোবেল পুরস্কার দেবার কারণ হিসাবে এটাই উল্লেখ করে পুরস্কার কমিটি। প্রথম জাপানি ও দ্বিতীয় এশিয়ান সাহিত্যিক হিসাবে ১৯৬৮ সালে এ সম্মাননা পান তিনি। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
১৯২৬ সালে প্রকাশিত 'The Sun Also Rises' তাঁর প্রথম গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয়। ১৯২৯ সালের 'A Farewell to Arms' উপন্যাসটিও সফলতা লাভ করে। তবে তিনি ইতিহাসে এক নামে টিকে থাকবেন 'The Old Man and the Sea' উপন্যাসের জন্য। ১৯৫৪ সালের নোবলজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের এ লেখক হলেন -
সঠিক!
ভুল!
-
এ মিশরীয় লেখক ও চিত্রনাট্যকার ১৯৮৮ সালে প্রথম আরবীয় ব্যক্তি হিসাবে সাহিত্যে নোবেল অর্জন করেন। তাঁর কায়রো ট্রিলজিতে চমৎকারভাবে উঠে এসেছে বিংশ শতাব্দীর মিশরীয় চিন্তাভাবনা আর সামাজিক পরিবর্তনের কথা। তিনি -
সঠিক!
ভুল!
-
'What Desires Are Politically Important?' - পুরস্কার নেবার সময় এ শিরোনামে বক্তব্য দিয়েছিলেন ব্রিটিশ দার্শনিক ও গণিতবিদ _____। লেখালেখির মধ্য দিয়ে মানবতাবাদী আদর্শ ও মুক্তচিন্তার প্রচার করার জন্য ১৯৫০ সালে তিনি এ পুরস্কার লাভ করেন।
সঠিক!
ভুল!
-
_____ সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী সাহিত্যিক। ইংরেজ এ লেখকের বিখ্যাত কাজের মধ্যে রয়েছে 'The Jungle Book' নামের বই, যেখানে আমরা মোগলির দেখা পাই।
সঠিক!
ভুল!
-