in ,

এশিয়া কাপ কুইজ

ক্রিকেটভক্তদের কাছে এশিয়া কাপ যেন একটি মিনি বিশ্বকাপ। ৩ বিশ্বকাপজয়ী দলের পাশাপাশি টেস্টখেলুড়ে চমক বাংলাদেশ আর অন্যান্য এশীয় দেশগুলোকে মহাদেশীয় আধিপত্যের লড়াইয়ে মেতে উঠতে দেখা যেকোন ক্রিকেটপাগলের জন্যই স্মরণীয়।

এশীয় ক্রিকেট দলগুলোর উন্নতির জন্য আঞ্চলিক প্রতিযোগিতা হিসেবে ১৯৮৪ সালে এশিয়া কাপের সূত্রপাত ঘটে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ক্রিকেট বিশ্ব এতটাই তুচ্ছ মনে করেছিল যে ‘৮৪ তে ক্রিকেট রেফারেন্সের বিখ্যাত বই উইজডেনের বার্ষিক ফিচারে এর জায়গা হয় নি। অথচ মাত্র তিন দশকের মধ্যে এশিয়া কাপ পরিণত হয়েছে ক্রিকেট বিশ্বের অন্যতম বড় আসরে। একে নিয়ে থাকছে আজকের কুইজ।

এশিয়া কাপ বিচিত্রা

আইসিসির নিয়মে দুইবার বিমার (কোমরের উপরের ফুলটস দেয়ার কারণে নো বল) দিলে সেই বোলারকে ঐ ম্যাচে আর বল করতে দেয়া হয় না। ২০১৪ সালের এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তানের একটি ম্যাচে বিচিত্র এক ঘটনা ঘটে। প্রথম বলেই বিমার দিল এক বাঁহাতি বোলার। দ্বিতীয় বলটিও একই রকম। নো বল ঘোষণা করা হলেও তা বিমার নয় বলে রায় দেন আম্পায়ার। তৃতীয় বলে বিমার দেবার জন্য ঐ ম্যাচে আর বোলিং করা হয় নি তার। ০-০-৮-০ বলিং ফিগার নিয়ে ম্যাচ শেষ করা এই পাকিস্তানি বোলার হলেন আব্দুর রেহমান।

একমাত্র খেলোয়াড় হিসাবে একাধিকবার এশিয়া কাপের ফাইনালে "Man of the Match" হবার কৃতিত্ব কার?
সঠিক!
ভুল!

-

২০১৬ সালের এশিয়া কাপে সর্বোচ্চ সংখ্যক উইকেট নিয়েছেন বাংলাদেশের এক খেলোয়াড়। ১১ উইকেট নেয়া এ বোলারের নাম কী?
সঠিক!
ভুল!

-

রানের হিসাবে সর্বনিম্ন _____ রানের জয় দেখেছে এশিয়া কাপ ফাইনাল। বাংলাদেশের জন্য অন্যতম স্মরণীয় ম্যাচ ছিলো এটি।
সঠিক!
ভুল!

-

এশিয়া কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় -
সঠিক!
ভুল!

-

সর্বোচ্চ ৬ টি সেঞ্চুরিসহ এশিয়া কাপের সর্বকালের সর্বোচ্চ রানের মালিক কোন ব্যাটসম্যান? তিনি একজন অবসরপ্রাপ্ত খেলোয়াড়।
সঠিক!
ভুল!

-

বিগত আসরগুলোর মধ্যে ৩ বার আসর-সর্বোচ্চ রান করেন _____।
সঠিক!
ভুল!

-

এশিয়া কাপের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন শ্রী লংকার একজন বোলার। তাঁর নাম -
সঠিক!
ভুল!

-

প্রথমবারের মতো টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ শুরু হয় _____ আসরের মাধ্যমে।
সঠিক!
ভুল!

-

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এশিয়া কাপে "Man of the Tournament" হবার কৃতিত্ব রয়েছে যার -
সঠিক!
ভুল!

-

২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিতে এলে তাদের এক কর্মকর্তা একজন বিখ্যাত ব্যাটসম্যানের উইকেট নেবার জন্য পুরস্কার ঘোষণা করেন। বাঁহাতি বোলার আসিম সাঈদ উইকেটটি পান, যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারের একমাত্র উইকেট! এ বিশ্বনন্দিত ব্যাটসম্যান হলেন -
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

এশিয়া কাপ কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Shafqat Amin Inan

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলে পড়ছি। ভবিষ্যতে পরমাণু বিজ্ঞানী হতে চাই। ২০১৩ – ১৪ তে কুইজ করেছি নটরডেম গ্রীন এবং নটরডেম গোল্ডের হয়ে। স্কুল পর্যায়ে কুইজ করেছি সেন্ট জোসেফ ওমেগা টিমের হয়ে।

মিশরীয় সভ্যতা কুইজ - কুইজার্ডস

মিশরীয় সভ্যতা কুইজ

জোয়ান অব আর্ক: কীর্তিমান নারী - কুইজার্ডস

কীর্তিমান নারী কুইজ