সূর্য থেকে দূরত্বের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা পৃথিবী একটি টেরেসট্রিয়াল (Terrestrial) গ্রহ। অন্য তিন টেরেসট্রিয়াল গ্রহের (বুধ, শুক্র ও মঙ্গল) চেয়ে আকারে বড় এটি। আমাদের পৃথিবী সম্পর্কে আটটি তথ্য দিয়ে এবারের ইনফোগ্রাফিক বানানো হয়েছে। যে কেউ এটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে।
(টেরেসট্রিয়াল গ্রহ: সূর্যের কাছাকাছি থাকা প্রথম চারটি গ্রহ। এরা মূলত সিলিকেট পাথর ও ধাতু দিয়ে তৈরি)
লক্ষ করুনঃ মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের এ ইনফোগ্রাফিকটি দেখতে সমস্যা হতে পারে। তাই আমরা সংযোজিত তথ্যগুলো নিচে দিয়ে দিচ্ছি।
– প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে সূর্য ও অন্যান্য গ্রহগুলোর সাথে পৃথিবীর সৃষ্টি হয়।
– সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শুধু পৃথিবীর নাম কোন দেব-দেবীর নামে রাখা হয় নি। বাকিদের নাম গ্রিক ও রোমান মিথলজি থেকে এসেছে।
– সৌরজগতের “Goldilocks Zone” নামক অঞ্চলে পৃথিবীর অবস্থান। এমন অবস্থানের কারণে এখানে জীবনের অস্তিত্ব সম্ভব হয়েছে।
– জানুয়ারির শুরুর দিকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিছুটা কমে আসে। জুলাইয়ের দিকে এ দূরত্ব বেড়ে যায়।
– পৃথিবী নিজ অক্ষের উপর ২৩.৪৩৯৩ ডিগ্রি কোণে হেলে থাকে।
– ঊনবিংশ শতাব্দী থেকে এ পর্যন্ত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র প্রায় ১০% দুর্বল হয়েছে। এ চৌম্বক ক্ষেত্র আমাদের গ্রহকে সৌর ঝড় থেকে রক্ষা করে।
– সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি।
– পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রে তাপমাত্রা প্রায় ৭০০০ ডিগ্রি সেলসিয়াস।
তথ্যসূত্রঃ NASA.
এক নজরে আমাদের পৃথিবী: ইনফোগ্রাফিক ডাউনলোড
[ddownload id=”10620″ class=”button”]
আমরা চেষ্টা করেছি ইনফগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।