in ,

সিডনি অপেরা হাউস: বিশ্ব সংস্কৃতি কুইজ ৩

বিশ্ব সংস্কৃতি নিয়ে কুইজ সিরিজের প্রথমদ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছিলো এর আগে। আজ থাকছে সিরিজটির তৃতীয় কুইজ।

নির্বাচিত থিম: সিডনি অপেরা হাউস

উপরের ছবির পরিচয় দেবার দরকার নেই নিশ্চয়! সিডনি অপেরা হাউসের বিশ্বব্যাপী পরিচিতি একে দিয়েছে অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক প্রতীকের মর্যাদা।

১৯৫৯ সালে শুরু হয় অপেরা হাউসটির নির্মাণকাজ। ড্যানিশ স্থপতি জন উডজনের নকশার ভিত্তিতে তৈরি করা হয় স্থাপনাটি। ১৯৭৩ সালে এর নির্মাণকাজ শেষ হলে উদ্বোধিত হয় আধুনিক স্থাপত্যের অনন্য এই নিদর্শন। এর পেছনে কম টাকাও গুণতে হয় নি নিউ সাউথ ওয়েলস সরকারকে। প্রাথমিকভাবে ৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বাজেট ধরা হলেও শেষ পর্যন্ত নির্মাণকাজের খরচ পৌঁছায় ১০২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে! অবশ্য প্রতি বছর যে পরিমাণ দর্শনার্থীর সমাগম ঘটে এখানে, তাতে প্রায় ১ বিলিয়ন ডলারের মতো আয় হয়। সবকিছু মিলিয়ে তাই সিডনি অপেরা হাউসের দিনকাল ভালোভাবেই যায়!

প্রাচীন চীনা সম্রাটগণ এ প্রাণীকে শক্তি ও সাহসের প্রতীক হিসেবে বিবেচনা করতেন। প্রাণীটি অশুভ শক্তি ও দুর্যোগ থেকে তাদের রক্ষা করবে বলে মনে করা হতো। বর্তমানে বিপন্নপ্রায় এ প্রাণীর নাম -
সঠিক!
ভুল!

-

_____ জাতি প্রথমবারের মতো আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলো চকলেট, ভুট্টা আর মরিচের সাথে।
সঠিক!
ভুল!

-

পেরুর আদি অধিবাসীদের বলা হয় পেরুভিয়ান। তারা ঠিক কতটা প্রাচীন সেটা বোঝাতে তারা নিজেদের একটি সবজির সাথে তুলনা করে। এ সবজির উৎপত্তিস্থলও পেরু। কোন সবজি?
সঠিক!
ভুল!

-

ফখরুদ্দিন মোবারক শাহের আমলে বাংলাদেশে আসেন পরিব্রাজক _____। বাংলাকে নিজ ভাষায় তিনি বলেছিলেন "দোযখপুর নিয়ামত"।
সঠিক!
ভুল!

-

চীনা-আমেরিকান স্থপতি আই. এম. পেইয়ের নকশা অনুযায়ী কাঁচ ও ধাতুর একটি পিরামিড তৈরি করেছে _____। একটি বিখ্যাত জাদুঘরের সামনে পিরামিডটির অবস্থান।
সঠিক!
ভুল!

-

দক্ষিণ আমেরিকার অন্যতম প্রাচীন গণতন্ত্রের এ দেশ "Little Venice" নামে পরিচিত। একটি মজার তথ্য হলো, দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড আছে। কোন দেশ?
সঠিক!
ভুল!

-

আয়ারল্যান্ডের জাতীয় ভাষার নাম -
সঠিক!
ভুল!

-

ইতালির নামটি এসেছে "Italia" থেকে। দেশটির দক্ষিণে বসবাসকারী উপজাতিদের প্রতীক ষাঁড়ের সাথে সম্পর্কিত এ নামকরণ। "Italia" শব্দের অর্থ -
সঠিক!
ভুল!

-

রেনেসাঁর একজন চিত্রশিল্পী হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। কিন্তু বলবিদ্যায় পারদর্শী এ ব্যক্তি নকশা করেছিলেন অর্নিকপ্টার, রোটরক্র্যাফট, গ্লাইডার আর প্যারাশুটের মতো জিনিসের। ২০ বছর ধরে পাখির গতিবিধি পর্যবেক্ষণ করেছিলেন তিনি। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

ভারতের তামিলনাড়ুর মন্দিরগুলোতে সৃষ্ট এ নৃত্যশিল্পের স্রষ্টা মনে করা হয় ভগবান শিবকে। নিজস্ব শৈলী, মুদ্রা ও অভিব্যক্তির কারণে জনপ্রিয়তা লাভ করা এ নৃত্যশিল্প বর্তমানে সারা বিশ্বে অনুশীলন করা হয়। কোন শাস্ত্রীয় নৃত্যশিল্প এটি?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

সিডনি অপেরা হাউস: বিশ্ব সংস্কৃতি কুইজ ৩ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Sushanto Saha

বর্তমানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, বুয়েটে (BUET)। ছোটবেলা থেকেই ভালোবাসি কুইজ করতে। ফেরদৌস বাপ্পী ভাইয়ার কুইজিং খুবই ভালো লাগে। আমি আশাবাদী মানুষ। তাই স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্রিকেট বিশ্ব: ইংল্যান্ড ক্রিকেট দল - কুইজার্ডস

ক্রিকেট বিশ্ব কুইজ: দ্বিতীয় পর্ব

কমিকস চরিত্রের সৃষ্টি - কুইজার্ডস

কমিকস চরিত্রের সৃষ্টি: কুইজ