বিশ্ব সংস্কৃতি নিয়ে কুইজ সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছিলো এর আগে। আজ থাকছে সিরিজটির তৃতীয় কুইজ।
নির্বাচিত থিম: সিডনি অপেরা হাউস
উপরের ছবির পরিচয় দেবার দরকার নেই নিশ্চয়! সিডনি অপেরা হাউসের বিশ্বব্যাপী পরিচিতি একে দিয়েছে অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক প্রতীকের মর্যাদা।
১৯৫৯ সালে শুরু হয় অপেরা হাউসটির নির্মাণকাজ। ড্যানিশ স্থপতি জন উডজনের নকশার ভিত্তিতে তৈরি করা হয় স্থাপনাটি। ১৯৭৩ সালে এর নির্মাণকাজ শেষ হলে উদ্বোধিত হয় আধুনিক স্থাপত্যের অনন্য এই নিদর্শন। এর পেছনে কম টাকাও গুণতে হয় নি নিউ সাউথ ওয়েলস সরকারকে। প্রাথমিকভাবে ৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বাজেট ধরা হলেও শেষ পর্যন্ত নির্মাণকাজের খরচ পৌঁছায় ১০২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে! অবশ্য প্রতি বছর যে পরিমাণ দর্শনার্থীর সমাগম ঘটে এখানে, তাতে প্রায় ১ বিলিয়ন ডলারের মতো আয় হয়। সবকিছু মিলিয়ে তাই সিডনি অপেরা হাউসের দিনকাল ভালোভাবেই যায়!