in

অ্যাঙ্কর ওয়াট: বিশ্ব সংস্কৃতি কুইজ ২

পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতির নানা দিক নিয়ে আমরা শুরু করেছিলাম একটি কুইজ সিরিজ। এ সিরিজের প্রথম পর্বে হয়তো অংশগ্রহণ করেছেন আপনি। এবারও থাকছে পাঁচমিশালি সংস্কৃতি নিয়ে দশটি প্রশ্ন।

নির্বাচিত থিম: অ্যাঙ্কর ওয়াট

উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, সেটি কম্বোডিয়ায় অবস্থিত বিশ্বখ্যাত একটি স্মৃতিস্তম্ভ – অ্যাঙ্কর ওয়াট (Angkor Wat)। এ নামের অর্থ হলো মন্দির নগরী। প্রায় ৫০০ একর জায়গা জুড়ে রয়েছে মন্দির কমপ্লেক্সটি। এর মূল মিনারটির উচ্চতা প্রায় ২১৩ ফুট।

দ্বাদশ শতাব্দীতে খেমার সাম্রাজ্যের রাজা দ্বিতীয় সূর্যবর্মণ অ্যাঙ্কর ওয়াট নির্মাণ করেন রাষ্ট্রীয় মন্দির হিসাবে। যদিও হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গ করে মন্দিরটি নির্মিত হয়েছিলো, এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো যথেষ্ট বিতর্ক রয়েছে। মজার ব্যাপার হলো, দ্বিতীয় সূর্যবর্মণের বিষ্ণুপ্রীতির জন্য তাঁর নাম দেয়া হয়েছিলো পরমবিষ্ণুলোক।

কম্বোডিয়াতে অ্যাঙ্কর ওয়াটকে এতটাই গুরুত্ব দেয়া হয় যে দেশটির জাতীয় পতাকাতে জায়গা করে নিয়েছে স্থাপনাটি। পর্যটকদের কাছেও এটি সবচেয়ে বড় আকর্ষণ। এর সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক তাৎপর্যের কথা বিবেচনা করে ইউনেস্কো একে ১৯৯২ সালে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়।

বিস্তারিত জানতে চান? যেতে পারেন এখানে

আধুনিক সপ্তাশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য সৌরবছরের ৩৬৫ দিনের প্রতিনিধিত্ব করে। মায়ান সভ্যতার সাথে জড়িত কোন আশ্চর্যের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

'Poppy Flowers', 'Sunflowers', 'The Starry Night' - বিখ্যাত এ চিত্রকর্মগুলোর শিল্পী হলেন ভিনসেন্ট ভ্যানগগ। তিনি কোন দেশের চিত্রশিল্পী ছিলেন?
সঠিক!
ভুল!

-

হিন্দু ধর্মশাস্ত্র মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয় হস্তিনাপুর রাজ্যের সিংহাসনের ক্ষমতা দখল নিয়ে। ভারতের কোন স্থানটি পূর্বে হস্তিনাপুর নামে প্রসিদ্ধ ছিলো?
সঠিক!
ভুল!

-

বুলগেরিয়ার _____ শহরের মানুষজনকে অত্যন্ত কৃপণ হিসাবে বিবেচনা করা হয়। একটি লেজ কাটা বিড়ালের মূর্তি রয়েছে শহরটির প্রবেশ তোরণে, যা তাদের মিতব্যয়িতার (মতান্তরে কৃপণ স্বভাবের) পরিচায়ক।
সঠিক!
ভুল!

-

উপমহাদেশের দেশগুলোর প্রধান খাদ্যশস্য ধান বা গম। মেক্সিকোর প্রধান খাদ্যশস্য ভুট্টা। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের প্রধান খাদ্যশস্য -
সঠিক!
ভুল!

-

মধ্যযুগে এ বিশেষ ধরনের স্থাপত্যের বিকাশ ঘটেছিলো ইউরোপে। এর নাম -
সঠিক!
ভুল!

-

ডিডগেরিডু নামের বাদ্যযন্ত্রটি যে দেশের সংস্কৃতির অংশ -
সঠিক!
ভুল!

-

চীনে প্রচলিত ভাষাগুলোর মধ্যে কোনটির জনপ্রিয়তা বেশি?
সঠিক!
ভুল!

-

পানামা হ্যাটের (Panama hat) উৎপত্তি কোন দেশ থেকে?
সঠিক!
ভুল!

-

"সাতকড়া" বাংলাদেশের একটি অঞ্চলের নামকরা খাবার। কোন অঞ্চল?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

অ্যাঙ্কর ওয়াট: বিশ্ব সংস্কৃতি কুইজ ২ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Sushanto Saha

বর্তমানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, বুয়েটে (BUET)। ছোটবেলা থেকেই ভালোবাসি কুইজ করতে। ফেরদৌস বাপ্পী ভাইয়ার কুইজিং খুবই ভালো লাগে। আমি আশাবাদী মানুষ। তাই স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

One Comment

থর: নর্স মিথলজি - কুইজার্ডস

থর: নর্স মিথলজি কুইজ ২

বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটের বাংলাদেশ কুইজ - কুইজার্ডস

বাংলাদেশের ক্রিকেট কুইজ